Advertisment

খোদ বিধানসভাতেই পা ভাঙার হুমকি মিহিরকে, উদয়নকে থামাতে আসরে অধ্যক্ষ

সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে আলোচনা চলাকালীন তুমুল হট্টগোল। বাগযুদ্ধে জড়িয়ে পড়েন শাসক-বিরোধী দুই দলের বিধায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Mla Udayan Guha and Bjp Mla Mihir Goswami criticise each other in a conversation at assembly

বিধানসভায় মিহির-উদয়ন বাগযুদ্ধ।

সরগরম রাজ্য বিধানসভা। সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে আলোচনা চলছিল বিধানসভায়। সেই আলোচনা চলাকালীন তুমুল বাগযুদ্ধে জড়ালেন বিজেপি ও তৃণমূল বিধায়ক। এক সময় কোচবিহারের নাটাবাড়ির বিজেপি বিধায়কের উদ্দেশ্যে প্রবল ক্ষোভ দেখাতে থাকেন তাঁর জেলারই তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। শাসক-বিরোধী দুই বিধায়কের হট্টগোল থামাতে শেষমেশ আসরে নামতে হয় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে।

Advertisment

ঠিক কী ঘটেছিল মঙ্গলবার? জানা গিয়েছে, নির্ধারিত সময়ে বিধানসভা অধিবেশন শুরুর পর বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনা চলাকালীন দিনহাটার বিধাক উদয়ন গুহ বিএসএফ-এর কিছু কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকেন। উদয়ন গুহর অভিযোগ, সীমান্তে তল্লাশির নামে প্রায়শই অত্যাচার চালায় জওয়ানরা।

কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এহেন অভিযোগ উঠতেই উদয়নের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। পাল্টা তিনিও উদয়নের বিরুদ্ধে কিছু কথা বলতে শুরু করেন।

আরও পড়ুন- ব্যাপক কর ছাড়-সহ উন্নয়ন, আগরতলা পুরভোটে একগুচ্ছ প্রতিশ্রুতি তৃণমূলের

শাসক-বিরোধী দুই বিধায়কের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এরপরেই উদয়ন গুহ বিজপির মিহির গোস্বামীর উদ্দেশ্যে বলেন, 'বাংলায় আপনার দলের একটি পা তো ভেঙেই গিয়েছে, অন্য পাও এবার ভেঙে দেব।' উদয়ন গুহর এই মন্তব্যের পরপরই হট্টগোল আরও বেড়ে যায়। বিজেপি বিধায়করা এই মন্তব্যের প্রতিবাদ দেখাতে থাকেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। শেষমেশ তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে থামাতে তাঁকে মৃদু ধমক দিতেও শোনা যায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mihir Goswami Udayan Guha TMC MLA
Advertisment