Advertisment

‘বহিরাগতদের কাছে মাথা নত করবে না বাংলা’, কৃষ্ণনগরে সরব অভিষেক

দেশের অর্থনীতি বেহাল দশা প্রসঙ্গে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ‘দেশীয় অর্থনীতি ভাইরাস আক্রান্ত।‘

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee, Tajpur, Yaas Cyclone, TMC MP, BJP Leader, Rajib Banerjee, Suvendu Adhikari

বুধবার দক্ষিণ ২৪ পরগনার ইয়াস বিধস্ত এলাকা পরিদর্শন করেন অভিষেক।

বৃহস্পতিবার পঞ্চম দফার ভোট প্রচারের শেষলগ্নে কৃষ্ণনগরে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো শেষে জনসভায় বিজেপিকেই আক্রমণের নিশানা করেন তৃণমূল সাংসদ। করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য মোদী সরকারকে দায়ী করে অভিষেক বলেন, ‘পর্যাপ্ত টিকা দিচ্ছে না কেন্দ্র। টিকা রফতানি করা হচ্ছে বিদেশে।‘ দেশের অর্থনীতি বেহাল দশা প্রসঙ্গে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ‘দেশীয় অর্থনীতি ভাইরাস আক্রান্ত।‘ এদিন সুর চড়িয়ে তাঁর দাবি, ‘বহিরাগতদের কাছে মাথা নত করবে না বাংলা।‘

Advertisment

রাজ্যে পঞ্চম দফার ভোটের আগে নববর্ষে উত্তর থেকে মধ্য কলকাতায় রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিরাচরিত ভাবেই কোনও হুডখোলা জিপ বা গাড়িতে নয়, মমতা এদিন রোড শো করলেন হুইলচেয়ারে বসেই। আলোছায়া সিনেমাহল থেকে বউবাজার পর্যন্ত এই রোজ শোয়ে ছিলেন তৃণমূলের একাধিক প্রার্থী ও শীর্ষ স্থানীয় নেতা।

কিন্তু এবারের রোড শো অন্য বারের থেকে ছিল একটু আলাদা। বৃহস্পতিবার মমতার হুইলচেয়ারের পাশে পাশে হাঁটলেন বাংলার ‘ধন্যি মেয়ে’ জয়া ভাদুড়ি। কখনও পাশে হাঁটলেন, কখনও মমতার হুইলচেয়ার টানলেন। যা এক কথায় অনন্য সৌহার্দ্যের সাক্ষ্য হয়ে রইল কলকাতার রাজপথে। বাংলা নববর্ষে কোনও রাজনৈতিক জনসভা রাখেননি মমতা। শুধুমাত্র বেলেঘাটা থেকে বউবাজার পর্যন্ত রোড শো ছিল। আর সেই রোড শোয়ে মমতার পাশে থেকে নজর কাড়লেন জয়া। তবে পুরো মিছিলে থাকেননি সমাজবাদী পার্টির সাংসদ।

এর আগেও তৃণমূলের একাধিক প্রার্থীর হয়ে রোড শো করেছেন অমিতাভ-জায়া। তিনিও বাংলার মেয়ে, আর তাই বাঙালিবাবু তথা অধুনা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর পাল্টা হিসাবে বাংলার ‘ধন্যি মেয়ে’কে প্রচারে এনে চমক দেয় তৃণমূল। এবারের নির্বাচনে মমতাকে সমর্থন জানিয়েছেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর দূত হিসাবেই বাংলায় একের পর এক সভা, রোড শো করছেন জয়া। তবে এদিন মমতার সঙ্গে তাঁর রোড শোয়ে হাঁটা আক্ষরিক অর্থে দৃষ্টান্ত স্থাপন করল।

abhishek banerjee corona West Bengal Election 2021
Advertisment