যাকে নিয়ে বিতর্ক, তাকেই এবার দূরে সরিয়ে দিলেন তৃণমূল সাংসদ অনুপম হাজরা। বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে অনুপমের ফেসবুক অ্যাকাউন্ট। দলীয় সাংসদের ফেসবুক পোস্ট ঘিরে মাথাব্যথাও হয়েছে তৃণমূলের অন্দরে। বহুবার তো ফেসবুক পোস্ট ঘিরে দলের নেতাদের সঙ্গেই গোলমালে জড়িয়েছেন সাংসদ। এবার দলকে খানিকটা যেন স্বস্তি দিয়ে নিজের সেই ফেসবুক অ্যাকাউন্টই ডিলিট করে দিলেন অনুপম। গত শনিবার সব বিতর্কের আগুনে জল ঢেলে এ কাজ করেছেন বোলপুরের সাংসদ।
"আমার ফেসবুক পোস্ট দলকে বহুবার অস্বস্তিতে ফেলেছে। তাই অ্যাকাউন্টই ডিলিট করলাম," ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন অনুপম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন তিনি, সেই কথা রাখলেন বলে জানিয়েছেন সাংসদ। এর আগে ফেসবুক পোস্টে একের পর এক বিতর্ক তৈরি হওয়ায় অনুপমকে ফেসবুক কম করার পরামর্শ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, তৃণমূল ভবনে সুব্রত, শোভনদেব, এর সঙ্গে শ্রমিক সংগঠনের সম্পর্ক নেই, দাবি দোলার
কখনও দলের নীতি-আদর্শ নিয়ে ফেসবুকে সোচ্চার হওয়া তো কখনও গান্ধীজির সঙ্গে নেতাজির তুলনা টানা। আর এসব করতে গিয়ে দলীয় নেতৃত্বের কাছে তিরষ্কৃতও হতে হয়েছে অনুপমকে। একবার তো বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে বেশ ভালরকম গোলমাল বাঁধে অনুপমের। সাংসদের এই ফেসবুক ম্যানিয়া দেখে বহুবারই সাবধানবানী শুনিয়েছে দল। গান্ধীজির সঙ্গে নেতাজির তুলনা টানার জেরে গত ফেব্রুয়ারি মাসে অনুপমকে শো কজ পর্যন্ত করেছিল দল। গান্ধীজিকে জাতীর জনক অ্যাখ্যা দেওয়া নিয়ে নিজের সমস্যার কথা সেসময় জানিয়েছিলেন অনুপম।