'ভারত করোনা লড়াইয়ের ক্ষেত্রে ভালো জায়গায় রয়েছে।' রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের এই দাবিকে তুলে ধরেই ব্যাঙ্গ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটে তিনি লিখেছেন, 'করোনা সংক্রমণে ভারতের স্থান এখন সারা বিশ্বের মধ্যে তিন নম্বরে। আমেরিকা, ব্রাজিলের পরেই স্থান পেয়েছে ভারত। প্রত্যেকদিন দেশে হু হু করে বেড়েই চলেছে করোনা। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভারত নাকি ভালো অবস্থায় আছে! কিম জং উন-এর কাছে জুম অ্যাপে ক্লাস করেন মিঃ শাহ?'
সোমবার গুরুগ্রামে সিআরপিএফ-এর এক অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, 'করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভালো জায়গায় রয়েছি। এই লড়াই চালিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভয়ের কোনও কারণ নেই। এই সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ইচ্ছাশক্তি রয়েছে। আমরা করোনাকে হারাবই।'
একই সঙ্গে অমিত শাহ বলেন, 'পুরো বিশ্ব দেখছে যে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত প্রবল প্রতাপের সঙ্গে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। কীভাবে ভারতের মতো ১৩০ কোটির দেশ, যুক্তরাষ্ট্রীয় প্রশাসন নির্ভর হয়ে করোনা মোকাবিলা করবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তবে, এখন সবাই সেই জবাব পেয়ে গিয়েছে।'
সিআরপিএফ দেশব্যাপী ১.৩৭ কোটি চারাগাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। সেই অনুষ্ঠানেই ভাষণ দেন অমিত শাহ। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৮,৭৮,২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮,৭০১ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে ৫০৩ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৩,১৭৪ জন।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন