New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/tmc-dharna.jpg)
সংসদে ধর্না (ছবি- অবন্তিকা ঘোষ)
সংসদে গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তাঁদের দাবি, ইভিএম তুলে দিয়ে ব্য়ালট পেপার ফিরিয়ে আনতে হবে।
Advertisment
সাম্প্রতিক লোকসভা ভোটের সময় থেকেই ইভিএম নিয়ে আপত্তি তুলছে তৃণমূল কংগ্রেস। সোমবার তাঁদের বিক্ষোভের শ্লোগান ছিল ইভিএম চাই না, ব্য়ালট চাই।
তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এর আগে ইভিএম নিয়ে আপত্তি তুলেছেন এবং বিরোধী দলগুলির কাছে ব্য়ালট পেপার ফিরিয়ে আনার আন্দোলনে শামিল হতে আহ্বান জানান।
Advertisment
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেছেন একটি সাম্প্রতিক ভোটে যে ইভিএম ব্য়বহৃত হয়েছে তার খুঁটিনাটি পরীক্ষা করার জন্য় একটি ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটি গঠনের প্রয়োজন।