Advertisment

সাইকেল চালিয়ে সংসদে তৃণমূল সাংসদরা, জ্বালানির মূল্য বৃদ্ধির অভিনব প্রতিবাদ

দিল্লিতে সংসদের অভ্যন্তরে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদের পাশাপাশি বাইরেও কেন্দ্রের উপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC mps Parliament on bicycles

সাইকেলে সংসদমুখী তৃণমূল সাংসদরা।

সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। করোনা মোকাবিলা, জ্বালানির দাম বৃদ্ধি থেকে মূল্যবৃদ্ধি ইস্যুতে সংসদে মোদী সরকারকে নিশানা করতে মরিয়া তৃণমূল। জানা গিয়েছে, কৃষি আইন, টিকাকরণ সহ ৬টি ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় নোটিস দিয়েছে তৃণমূল। এইসব ইস্যুতে বাংলার বুকে আগেই পথে নেমে মোদী সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করেছে জোড়া-ফুল শিবির। এবার দিল্লিতে সংসদের অভ্যন্তরে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদের পাশাপাশি বাইরেও কেন্দ্রের উপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল। তারই প্রথম পদক্ষেপ হিসাবে এদিন লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাসংদরা সাইকেলে চড়ে সংসদে পৌঁছান।

Advertisment

সাইকেলে সংসদের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “পেট্রোল-ডিজেলের দামের প্রতিবাদে আমাদের সাইকেলে সওয়ার হয়ে সংসদে যাচ্ছি। মানুষের পাশে থেকে যে একমাত্র তৃণমূলই আন্দোলন করছে তা আবারও স্পষ্ট।।'

সব মিলিয়ে এবার সংসদে বাদল অধিবেশন শুরু থেকেই যেবেশ সরগরম হতে চলেছে, তার আঁচ মিলছে। এদিন অধিবেশন শুরুর আগেই বিরোধীদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'বিরোধীদের সমস্ত কড়া প্রশ্ন শুনবে সরকার। কিন্তু সরকারকেও নিয়ম মেনে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। তা হলেই দেশের গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আশা-আস্থা আরও পোক্ত হবে।'

তবে, এদিন অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর ভাষণের সময় লোকসভায় বিরোধিরা হইহট্টগোল শুরু করেন। মোদী বলেছেন, 'দলিত, মহিলা, চাষীর সন্তান, গ্রামীণ পরিবার থেকে অনেকেই মন্ত্রীপরিষদে ঠাঁই পেয়েছেন, যা সত্যিই গর্বের। কিন্তু অনেকেই তা মেনে নিতে পারচ্ছেন না। এতে লোকসভার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Petrol-Diesel price Hike Indian Parliament tmc
Advertisment