ত্রিপুরায় অশান্তির আঁচ পৌঁছল দিল্লিতে। রাস্তায় বসে প্রতিবাদ-বিক্ষোভে সামিল তৃণমূল সাংসদরা। ত্রিপুরায় তৃণমূলের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। নর্থ ব্লকের সামনে রাস্তায় বসে প্রতিবাদ বিক্ষোভ তৃণমূল সাংসদদের। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে ত্রিপুরা ইস্যুতে কথা বলতে চেয়েছিলেন তৃণমূল সাংসদরা। তাঁদের সময়ই দেননি অমিত শাহ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ-আন্দোলনে সোচ্চার তৃণমূল সাংসদরা।
পুরভোটের আগে সরগরম ত্রিপুরা। গতকাল ত্রিপুরায় গ্রেফতার হয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। হামলার শিকার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা-কর্মী। প্রতিবাদে আজ দিল্লিতে বিক্ষোভ দেখাল তৃণমূল।
রাজধানীর রাস্তায় বসে আন্দোল-প্রতিবাদে সোচ্চার তৃণমূলের সাংসদরা। ত্রিপুরার পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলেন তৃণমূল সাংসদরা।
আরও পড়ুন- ‘ভেবে চিন্তে গোয়ায় যাবেন, ওখানেও না এমন পরিস্থিতি হয়’, আগরতলা ইস্যুতে খোঁচা দিলীপের
অভিযোগ, অমিত শাহ তাঁদের সময় দেননি। প্রতিবাদে নর্থ ব্লকের সামনে রাস্তায় বসে প্রতিবাদ তৃণমূল সাংসদদের। 'খেলা হবে' স্লোগান তুলে প্রতিবাদ বিক্ষোভে সৌগত রায়,কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, শান্তনু সেন, মালা রায়রা। 'ত্রিপুরার পরিস্থিতি নিয়ে আমাদের কথা শুনতেই হবে অমিত শাহকে', মন্তব্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন