দীর্ঘদিন পর এবার তৃণমূলের দখলে যেতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। পুরবোর্ড হাতছাড়া হচ্ছে বামেদের। ৩৩ নং ওয়ার্ড থেকে রেকর্ড মার্জিনে জয়ী গৌতম দেব। ৩ হাজারেরও বেশি ভোটে জয় পাওয়া গৌতম দেবই হচ্ছেন শিলিগুড়ির পরবর্তী মেয়র। এদিনই তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ''শিলিগুড়িতে অনেকদিন জয় অধরা ছিল। শিলিগুড়িতে জয় একটা বৃত্ত সম্পূর্ণ করল।'' জয়ের পর এভাবেই নিজের প্রতিক্রিয়া দিয়েছেন গৌতম দেব।
চার পুরনিগমের ভোটেই বাজিমাত তৃণমূলের। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে চার পুরসভাতেই বোর্ড গড়তে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। শিলিগুড়ি পুরসভা বামেদের থেকে ছিনিয়ে নিচ্ছে জোড়াফুল। বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য হেরে গিয়েছেন।
শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল নেতা গৌতম দেব। ৩ হাজারেরও বেশি ভোটে জিতেছেন গৌতম দেব। গৌতম দেবকেই শিলিগুড়ির মেয়র করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি পুরসভায় বিপুল এই সাফল্যের অনেকটা কৃতিত্বই গৌতম দেবের।
বাম শাসিত পুরবোর্ডের বিরুদ্ধে লাগাতার সোচ্চার থেকেছেন এই তৃণমূল নেতা। কর্মীদের নিয়ে জারি রেখেছেন আন্দোলন কর্মসূচি। আজ একটানা কয়েক বছরের সেই লড়াইয়েরই ফল মিলল। শিলিগুড়ি পুরনিগম বামেদের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল।
জয়ের পর এদিন গৌতম দেব বলেন, ''শিলিগুড়িতে জয়টা দীর্ঘদিন অধরা থাকছিল। দিদির এত উন্নয়ন সত্ত্বেও শিগিুড়িতে জয় পাচ্ছিলাম না। এই জয় আত্মবিশ্বাস দেবে। শিলিগুজড়িতে জয় একটা বৃত্ত সম্পূর্ণ করল। উন্নত শহর হিসেবে শিলিগুড়িকে গড়ে তুলব। শিলিগুড়ির নিকাশি ব্যবস্থায় জোর দেব।''