সাংগঠনিকস্তরে রদবদলের মধ্যে দিয়ে পূর্ব মেদিনীপুরে অধিকারীদের ডানা ছাঁটা করল তৃণমূল। পার্থসারথি মাইতিকে সরিয়ে জেলা যুব তৃণমূল সভাপতির পদে বসানো হল সুপ্রকাশ গিরিকে। রাজ্য সহ-সভাপতি পদ দেওয়া হল পার্থসারথি মাইতিকে। শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠী সমীকরণে অধিকারী পরিবারের বিরোধী শিবিরের নেতা বলেই পরিচিত রামনগরের বিধায়ক অখিল গিরি। সুপ্রকাশ তাঁরই পুত্র।
শুভেন্দু 'বেসুরো' হতেই অধিকারী পরিবার ঘনিষ্ঠদের সরিয়ে জেলাস্তরে দলীয় পদে বসানো হচ্ছে অধিকারীদের বিরোধী গোষ্ঠীর নেতাদের। ইতিমধ্যেই শুভেন্দু বিজেপিতে যোগদান করেছেন। প্রাক্তনমন্ত্রীর দেখানো পথেই হেঁটেছেন তাঁর ভাই তথা কাঁথির প্রাক্তন পুর প্রশাসক সৌমেন্দু অধিকারীও। এরপরই পর সংগঠন ঢেলে সাজাতে শুরু করেছে শাসকদল। সেই অভিযানের পর্ব হিসাবে শনিবার পূর্ব মেদিনীপুর যুব তৃণমূল সভাপতি পদে ফের বসানো হল সুপ্রকাশ গিরিকে।
এদিকে শুভেন্দু অনুগামী হলেও বিজেপিতে নাম লেখানোর পুরস্কার পেলেন হলদিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আসগর আলি। তাঁকে যুব তৃণমূলের সহ সভাপতির পদ দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন