এতদিন কেউ রূপোলি পর্দা কাঁপিয়েছেন, কেউবা আবার নিখুঁত হাতে সামলেছেন সিরিয়াল-সিনেমা পরিচালনার ভার। ভোটের বাংলায় এবার এঁদের অনেকেই নাম লিখিয়েছেন রাজনীতির ময়দানে। পতাকার ফারাক থাকলেও অভিনেতা-অভিনেত্রীদের প্রার্থী করতে মরিয়া
তৃণমূল-বিজেপি। তাই এবার রাজনীতির ময়দানে টলিউডের নবাগতদের ক্লাস নিল তৃণমূল কংগ্রেস। শিক্ষকের ভূমিকায় দলের রাজ্যসভার নেতা সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রাজনীতির বাইরে এর আগেও বিভিন্ন নির্বাচনে সমাজের নানা ক্ষেত্রের তারকাদের প্রার্থী করেছে জোড়া-ফুল শিবির। কিন্তু এহেন উদ্যোগ এই প্রথম।
প্রার্থী হওয়ার পাশাপাশি এবার ভোটের প্রচারেও একাধিক সেলিব্রিটিকে দেখা যাবে। মূলত প্রচার কী ভাবে সামলাতে হবে, জনসভায় কী বলতে হবে সে ব্যাপারে দলে যোগ দেওয়া নবাগত শিল্পীদের অভ্যস্থ হওয়ার পাঠ দেন ডেরেক। গত ১০ বছরের মমতা সরকার একাধিক সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছে। কন্যাশ্রী বিশ্বমঞ্চেও স্বীকৃতি পেয়েছে। উপকৃত বহু মানুষ। আবার কেন্দ্রীয় বহু প্রকল্পের বিরোধিতা করেছে রাজ্য। যা নিয়ে সরব বিজেপি। কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে রাজ্য প্রকল্পের ফারক কোথায়? এগুলো কীভাবে সামলাতে হবে তারও পাঠ এদিনের ক্লাসরুমে নিয়েছেন স্যার ডেরেক।
আরও পড়ুন- ভোটের বাংলায় এবার মিষ্টি মুখেও ‘খেলা হবে’-‘জয় শ্রীরাম’
আরও পড়ুন- বাংলার ভোট প্রচারে নরেন্দ্র মোদী করবেন ২০টি জনসভা, শাহ-নাড্ডা মিলে শতাধিক সভায় সম্মতি
তারকা ইমেজ ঝেড়ে ভোটের প্রচারে কীভাবে মানুষের সঙ্গে মিশতে হবে তাও বলে দেওয়া হয়েছে শিক্ষার্থী রণিতা দাস, লাভলি, শ্রীতমা ভট্টাচার্য, সৌপ্তিক চক্রবর্তীরা। মনোযোগ দিয়ে সব শুনেছেন পরিচালক রাজ চক্রবর্তী ও সুদেষ্ণা রায়। এই ধরণের ক্লাস আরও বেশ কয়েকটি হবে বলে তৃণমূল সূত্রে খবর।
জানা গিয়েছে, দলের শিল্পী সদস্যদের হাতে এদিন পেপার মেটিরিয়াল দেওয়া হয়েছে। আগামী ৮ মার্চ, নারী দিবসে রাজপথে হাঁটবেন তৃণমূল নেত্রী। প্রচারের মূল মন্ত্র হবে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। ওই দিনই রয়েছে সেলেবদের প্রথনম কর্মসূচি পালিত হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন