Advertisment

তৃণমূলের ভ্যাকসিন কী? জানালেন দিলীপ

চটকদার হোক বা বিতর্কিত, রাজনীতির ময়দানে নামকরাদের মধ্যে অন্যতম রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ।

চটকদার হোক বা বিতর্কিত, রাজনীতির ময়দানে নামকরাদের মধ্যে অন্যতম রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বুধবারও দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বিস্ফোরক মেদিনীপুরের সাংসদ। করোনা ভ্যাকসিনের প্রসঙ্গে তুলে চাঁচাছোলা ভাষায় বিঁধলেন তৃণমূলকে।

Advertisment

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?

জোড়া-ফুল শিবিরের দুর্নীতি, বিরোধীদের আক্রমণ নিয়ে এ দিন প্রথম থেকেই সরব ছিলেন রাজ্য বিজেপি সভাপতি। সেই সূত্রেই ফের একবার তাঁর হুঁশিয়ারি '২০২১-এ বদল হবেই। একই সঙ্গে বদলাও হবে।' এরপরই শাসক দলকে সবক শেখানোর সুরে তিনি বলেন, 'করোনার ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। কবে হবে তা জানা নেই। কিন্তু তৃণমূলের ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছে। করোনা কবে যাবে কেউ জানে না। কিন্তু তৃণমূল কবে যাবে সবার জানা।' মুহূর্তেই সভায় হাজির জনতা সমস্বরে চেঁচিয়ে বলেন '২১-এ।'

তৃণমূলের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার, বিরোধীদের মারধরের অভিযোগে সোচ্চার বিজেপি। এই প্রেক্ষিতেই দিলীপ ঘোষ এ দিন বলেছেন, 'একটা লাল ডায়েরি দেব, সেখানেই লিখে রাখবেন কোন পুলিশ অফিসার কাকে কী জন্য কেস দিয়েছে। কত টাকা খরচ হয়েছে। ক্ষমতায় এলেই সেগুলোর হিসাব কষে সুদে-আসলে ফেরথ নেওয়া হবে। প্রয়োজনে অত্যাচারীদের জমি-বাড়ি-ঘটি বেচে ফেরৎ নেওয়া হবে।'

গেরুয়া নজরে ২১এর বাংলা জয়। পদ্ম শিবিরের প্রস্তুতি তুঙ্গে। শাহ থেকে নাড্ডা, প্রকাশ্য মিছিল, সভা করছেন। দলের রাজ্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ভিন রাজ্যের নেতা ও কেন্দ্রীয়মন্ত্রীরা কাজ শুরু করে দিয়েছেন। রাজ্যজুড়ে ভোটের দামামা। এই প্রক্ষিতে দিলীপ ঘোষের এ দিনের মন্তব্য যেন বঙ্গ রাজনীতির উত্তাপে নতুন করে মাত্রা যোগ করল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp dilip ghosh
Advertisment