/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/Manipur-TMC.jpg)
মণিপুরের উপদ্রুত এলাকা ঘুরে দেখার কথা তৃণমূলের প্রতিনিধিদলের।
পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে লাগামছাড়া হিংসার জেরে বিজেপি হাইকম্যান্ড বাংলায় ফ্যাক্ট-ফাইন্ডিং টিম পাঠিয়েছিল। তা নিয়ে বিস্তর রাজনীতি হয়েছে। এবার পাল্টা অশান্ত মণিপুরে সত্যসন্ধানী টিম পাঠাল তৃণমূল কংগ্রেস।
আজ, বুধবার অশান্ত মণিপুরের পরিস্থিতি দেখতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল। দলে রয়েছেন ৫ সাংসদ, ডেরেক ও’ ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মণিপুরের উপদ্রুত এলাকা ঘুরে দেখার কথা তৃণমূলের প্রতিনিধিদলের।
অশান্ত মণিপুরে পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং টিম পাঠাল তৃণমূল কংগ্রেস।#ManipurCrisis#TMC#MamataBanerjeepic.twitter.com/OpqnKw1KEf
— Indian Express Bangla (@ieBangla) July 19, 2023
গোষ্ঠীসংঘর্ষে গত কয়েকমাস ধরেই জ্বলছে বিজেপি-শাসিত মণিপুর। পরিস্থিতি খতিয়ে দেখতেই প্রতিনিধিদের পাঠানো হয়েছে বলে তৃণমূলের দাবি। অন্যদিকে, পঞ্চায়েত ভোট-হিংসা খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন বিজেপির ৫ মহিলা সাংসদ। তারই পাল্টা মণিপুরে প্রতিনিধিদল পাঠিয়েছে তৃণমূল, এমনই দাবি রাজনৈতিক মহলের।
আরও পড়ুন নাগা মহিলা হত্যায় নতুন করে ছড়াল উত্তেজনার আঁচ, মণিপুর শান্ত রাখাই এখন বড় চ্যালেঞ্জ
এদিন সকাল ১০টার বিমানে ইম্ফলের উদ্দেশে রওনা হয়েছে এই ফ্যাক্ট-ফাইন্ডিং টিম। সাংসদ সুস্মিতা দেব বিমান ধরার আগে ভিডিও বার্তায় জানান, মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে সত্যসন্ধানের জন্য তাঁরা যাচ্ছেন। গোটা পরিস্থিতি দেখে একটি বিস্তারিত রিপোর্ট দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন তাঁরা।