Advertisment

গোয়ায় ৪০ আসনের বিধানসভায় তৃণমূলের তারকা প্রচারক মমতা সহ ৩০

তারকা প্রচারকের তালিকায় রয়েছে একাধিক চমকপ্রদ নামও।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee's first announcement in Medinipur, anticipation of many Tmc leader are increasing

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট ৩০ জন তারকা প্রচারকের নাম রয়েছে তালিকায়। প্রচার করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভইষেক বন্দ্যোপাধ্যায়ও। তারকা প্রচারকের তালিকায় চমকপ্রদ নাম সদ্য তৃণমূলে যোগ দেওয়া অলিম্পিক পদকজয়ী টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ, প্রাক্তন ফুটবল খেলোয়াড় অ্যালভইটো ডি কুনহা ও অভিনেত্রী নাফিসা আলি।

Advertisment

গত অক্টোবর থেকে গোয়ায় সংগঠন বিস্তারের কাজে জোর দিয়েছে তৃণমূল। অভিষেক গিয়েছেন একাধিকবার। সৈকত রাজ্যে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফলে বাংলার বাইরে আপাতত গোয়াই বাংলার শাসক দলের নজরে। তারকা প্রচারকদের মাধ্যমে সেই বার্তাই গোয়ানদের কাছে প্রতিষ্ঠার মরিয়া চেষ্টা চালাবে ঘাস-ফুল নেতারা।

মমতা, অভিষেক বাদে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে সেরাজ্যে তৃণমূলের তিন দলীয় পর্যবেক্ষক মহুয়া মৈত্র, সুস্মিতা দেব এবং সৌরভ চক্রবর্তীর। রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, দলের সর্বভারতীয় সহ-সভাপতি পবন কুমার বর্মা, দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, জহর সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামও।

তৃণণূলে যোগ দেওয়ার পর প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এখনও কোনও পদ পাননি। তবে দলনেত্রীর নির্দেশে বেশ কয়েকবার গোয়ায় গিয়ে সংগঠন বিস্তারের কাজে মনোনিবেশ করেছেন তিনি। দেখা যাচ্ছে, গোয়ার ভোটের তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়রও। এছাড়াও প্রচার চালাবেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, যুব তৃণণূলের সভানেত্রী সায়নী ঘোষ, কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহা।

তৃণমূলে যোগদানকারী গোয়ার প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ও চার্চিল আলেমাওকে প্রার্থী করা হয়েছে। তারকা প্রচারকের তালিকায় এই নাম দু'টিও রয়েছে।

বাংলার শাসক শিবির সূত্রে খবর, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া গিয়ে প্রচার করতে পারেন। সেই কর্মসূচি চূড়ান্ত না হলেও আলোচনা শুরু হয়েছে। তবে, আগামীকাল, রবিবার নেতাজির জন্মবার্ষিকী থেকেই গোয়ায় পুরোদমে প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল।

Mamata Banerjee abhishek banerjee Goa Poll 2022 Mamata at Goa Goa Election 2022
Advertisment