Advertisment

ভবানীপুরে বিজেপি প্রার্থীকে দেখেই উঠল 'জয় বাংলা' ধ্বনি, অন্যায় দেখছে না তৃণমূল

ভোটের প্রচারে স্লোগান যুদ্ধ। এবারও শিরোনামে 'জয় বাংলা' ধ্বনি।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc supporters gives joy bangla slogan TO bhawanipur bjp candidate priyanka tibriwal campaigning

প্রচারে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

ভোটের প্রচারে স্লোগান যুদ্ধ। এবারও শিরোনামে 'জয় বাংলা' ধ্বনি। বুধবার ভবানীপুরের বিজেপি প্রার্থীকে দেখে
'জয় বাংলা' স্লোগান উঠলো। যা ঘিরে সরগরম ভোটযুদ্ধ।

Advertisment

বুধবার সকালে যদুবাবুর বাজার এলাকায় দেবেন্দ্র ঘোষ স্ট্রিটে প্রচার করছিলেন ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল। সেই সময়ই স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে টিব্রেওয়ালকে ঘিরে ওই কেন্দ্রেই তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে ও 'জয় বাংলা' বলে ধ্বনি ওঠে। নিমেষে উত্তেজনা ছড়ায়। পরে পরিস্থিতি স্বাবভািক হয়ে যায়।

এই ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন বিজেপির প্রিয়াঙ্কা। তাঁর কথায়, 'তৃণমূল বলছে আমি বাচ্চা মেয়ে। ভোটে হারবো। তাহলে মুখ্যমন্ত্রী এত ভয় পাচ্ছেন কেন? তৃণমূল বিরোধী দলকে প্রচারে দেখেই স্লোগান দিচ্ছে। কমিশনে নালিশ জানাব।'

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী বাছাই থেকে স্পষ্ট, জাত-পাতের রাজনীতিকেই গুরুত্ব দিচ্ছে বিজেপি

Advertisment

ঘটনাকে পাত্তা দিচ্ছে না জোড়া-ফুল শিবির। বৃষ্টির মধ্যেই এ দিন সকালে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার নামেন মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন বিজেপি প্রার্থীকে দেখে তৃণমূল কর্মীরা 'জয় বাংলা' স্লোগান দিলেন? জবাবে ফিরহাদ হাকিম বলেছেন, 'ভোটযুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকার স্লোগান দেওয়া। এতে অন্যায়ের কী আছে? মানুষ কাকে সমর্থন করবেন, কাকে ভোট দেবেন, কার নামে স্লোগান দেবেন, সেটা যেকোনও ব্যক্তির ব্যক্তিগত বিষয়।'

জমে উঠেছে ভবানীপুরের ভোট যুদ্ধ। ৩০ সেপ্টেম্বর ভোট। মুখ্যমন্ত্রিত্ব টেঁকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই উপনির্বাচন কার্যত মরণ-বাঁচন লড়াই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Priyanka Tibrewal Bhawanipur bjp tmc Mamata Banerjee
Advertisment