ফের ভোট রাজ্যে। আগামী ১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। আসানসোল লোকসভা উপনির্বাচনে অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জোড়াফুলের বাজি বাবুল সুপ্রিয়। টুইট করে একথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আবারও একটি নির্বাচনের মুখে দাঁড়িয়ে রাজ্য। আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে আগামী ১২ এপ্রিল। উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু আগামী ১৭ মার্চ থেকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মার্চ। ভোট গণনা হবে ১৬ এপ্রিল। পশ্চিমবঙ্গের দুই কেন্দ্র ছাড়াও ওই একইদিনে ছত্তীসগড়, বিহার ও মহারাষ্ট্রের একটি কেন্দ্রেও উপনির্বাচন হতে চলেছে।
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায় প্রয়াণে তাঁর কেন্দ্রটি ফাঁকা হয়েছে। তাই ওই কেন্দ্রে হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক-অভিনেতা বাবুল সুপ্রিয়কে।
বাবুল আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে আসানসোল থেকে জিতেছিলেন বাবুল। তবে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ ছেড়ে দেন বাবুল। বাবুলের ছেড়ে দেওয়া আসনে জনপ্রিয় বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে টিকিট দিয়েছে তৃণমূল।