Advertisment

'মা, মাটি, মানুষের অপ্রতিরোধ্য জয়', পুরনিগমের ভোটের সাফল্যে উচ্ছ্বসিত মমতা

বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পুরনিগম দখলের পথে রাজ্যের শাসকদল তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc supremo Mamata Banerjee is overwhelmed by the success of the party in the coroporation election

মমতা বন্দ্যোপাধ্যায়।

চার পুরনিগমের ভোটেই বিপুল সাফল্য তৃণমূলের। চারটি পুরনিগমই দখলের পথে রাজ্যের শাসকদল। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো। ''আমাদের উন্নয়নের কাজকে আরও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। মা মাটি মানুষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।'' টুইটে লিখলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

দীর্ঘদিন পর শিলিগুড়ি কর্পোরেশন বামেদের থেকে ছিনিয়ে নিল তৃণমূল। পরাজিত বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য। ৩ হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছেন তৃণমূল নেতা গৌতম দেব। তাঁকেই শিলিগুড়ির পরবর্তী মেয়র করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল, চন্দননগর, বিধাননগরেও বিপুল সাফল্য জোড়াফুলের।

আরও পড়ুন- Bengal Muni Poll Results Live Updates: উড়ছে সবুজ আবীর, ৪ পুরনিগম দখলের পথে তৃণমূল

দলের এই সাফল্যে উচ্ছ্বসিত তৃণমূলনেত্রী। টুইটে তিনি লিখেছেন, ''মা মাটি মানুষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আবার মা, মাটি, মানুষের অপ্রতিরোধ্য বিজয়। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগরের জনগনকে মিউনিসিপ্যাল​কর্পোরেশনের নির্বাচনে তৃণমূল প্রার্থীদের উপর আস্থা রাখায় আন্তরিক অভিনন্দন।''

tmc Mamata Banerjee West Bengal Municipal Election
Advertisment