সরকারিভাবে সোমবার এরাজ্যে ‘খেলা হবে’ দিবস পালন করবে রাজ্য সরকার৷ তবে শুধু এরাজ্যেই নয়, ‘খেলা হবে’ দিবস পালন করা হবে পড়শি ত্রিপুরা-সহ দেশের নানা রাজ্যে৷ উত্তরপ্রদেশ, গুজরাত-সহ বিভিন্ন রাজ্যে ‘খেলা হবে’ দিবস পালনের উদ্যোগ নিয়েছে তৃণমূল৷
এরাজ্যে বিধানসভা ভোটের ময়দানে ‘খেলা হবে’ স্লোগান বাড়তি মাইলেজ এনে দিয়েছিল তৃণমূলকে৷ প্রায় সব সভা-সমাবেশে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই স্লোগান শোনা যেত৷ দলনেত্রীর মুখ থেকে এই স্লোগান শুনে উজ্জীবিত হয়ে একই স্লোগান দিতেন দলের নেতা-কর্মী, সমর্থকরাও৷ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, নির্বাচনী প্রচারে গিয়ে ‘খেলা হবে’ স্লোগান দিতে শোনা গিয়েছে তৃণমূলের সব স্তরের নেতাকেই৷ নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ‘খেলা হবে’ স্লোগান বেশ অ্যাডভান্টেজ এনে দিয়েছিল জোড়াফুল শিবিরকে৷
আরও পড়ুন- তালিবানদের দখলে কাবুল সহ গোটা আফগানিস্থান, দেশ ছাড়লেন প্রেসিডেন্ট
তৃতীয়বার রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরেই ‘খেলা হবে’ দিবস পালনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যুব সম্প্রদায়কে আরও বেশি ফুটবলমুখী করে তুলতেই নয়া এই তৎপরতা নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রতি বছর ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস পালন করা হবে বলে বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ সোমবার ‘খেলা হবে’ দিবসে রাজ্যের ক্লাবগুলিকে ফুটবল দেওয়া হবে৷ এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ক্লাবে মোট ১ লক্ষ ফুটবল বিলি করবে রাজ্যের যুবকল্যাণ এবং ক্রীড়া দফতর৷
পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের উদ্যোগে ‘খেলা হবে’ দিবস পালন করা হবে৷ ত্রিপুরা-সহ অন্য রাজ্যগুলিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতা ছড়িয়ে দিতে সচেষ্ট তৃণমূল৷ তৃণমূলের সাংসদ-মন্ত্রীরা রাজ্যে-রাজ্যে খেলা হবে দিবস পালনের তোড়জোড় শুরু করে দিয়েছিলেন দিন কয়েক আগে থেকেই৷ তবে ভিনরাজ্যে তৃণমূল সুপ্রিমোর এই উদ্যোগ কতটা সফল হবে তা সময় বলবে৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন