Advertisment

বাংলার পাশাপাশি আজ একাধিক রাজ্যে ‘খেলা হবে’ দিবস পালন তৃণমূলের

আজ বাংলার বিভিন্ন প্রান্তে থাকা ক্লাবগুলিকে ১ লক্ষ ফুটবল বিলি করবে রাজ্য সরকার৷

author-image
IE Bangla Web Desk
New Update
West bengal govts projects Duare Sarkar gets National Level award

জাতীয় সম্মান পেল ‘দুয়ারে সরকার’।

সরকারিভাবে সোমবার এরাজ্যে ‘খেলা হবে’ দিবস পালন করবে রাজ্য সরকার৷ তবে শুধু এরাজ্যেই নয়, ‘খেলা হবে’ দিবস পালন করা হবে পড়শি ত্রিপুরা-সহ দেশের নানা রাজ্যে৷ উত্তরপ্রদেশ, গুজরাত-সহ বিভিন্ন রাজ্যে ‘খেলা হবে’ দিবস পালনের উদ্যোগ নিয়েছে তৃণমূল৷

Advertisment

এরাজ্যে বিধানসভা ভোটের ময়দানে ‘খেলা হবে’ স্লোগান বাড়তি মাইলেজ এনে দিয়েছিল তৃণমূলকে৷ প্রায় সব সভা-সমাবেশে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই স্লোগান শোনা যেত৷ দলনেত্রীর মুখ থেকে এই স্লোগান শুনে উজ্জীবিত হয়ে একই স্লোগান দিতেন দলের নেতা-কর্মী, সমর্থকরাও৷ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, নির্বাচনী প্রচারে গিয়ে ‘খেলা হবে’ স্লোগান দিতে শোনা গিয়েছে তৃণমূলের সব স্তরের নেতাকেই৷ নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ‘খেলা হবে’ স্লোগান বেশ অ্যাডভান্টেজ এনে দিয়েছিল জোড়াফুল শিবিরকে৷

আরও পড়ুন- তালিবানদের দখলে কাবুল সহ গোটা আফগানিস্থান, দেশ ছাড়লেন প্রেসিডেন্ট

তৃতীয়বার রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরেই ‘খেলা হবে’ দিবস পালনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যুব সম্প্রদায়কে আরও বেশি ফুটবলমুখী করে তুলতেই নয়া এই তৎপরতা নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রতি বছর ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস পালন করা হবে বলে বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ সোমবার ‘খেলা হবে’ দিবসে রাজ্যের ক্লাবগুলিকে ফুটবল দেওয়া হবে৷ এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ক্লাবে মোট ১ লক্ষ ফুটবল বিলি করবে রাজ্যের যুবকল্যাণ এবং ক্রীড়া দফতর৷

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের উদ্যোগে ‘খেলা হবে’ দিবস পালন করা হবে৷ ত্রিপুরা-সহ অন্য রাজ্যগুলিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতা ছড়িয়ে দিতে সচেষ্ট তৃণমূল৷ তৃণমূলের সাংসদ-মন্ত্রীরা রাজ্যে-রাজ্যে খেলা হবে দিবস পালনের তোড়জোড় শুরু করে দিয়েছিলেন দিন কয়েক আগে থেকেই৷ তবে ভিনরাজ্যে তৃণমূল সুপ্রিমোর এই উদ্যোগ কতটা সফল হবে তা সময় বলবে৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Mamata Banerjee Khela Hobe
Advertisment