ডিওয়াইএফআইয়ের ৫৩ বছরের পত্রিকা 'যুবশক্তি'। অন্যদিকে তৃণমূল যুবর নয়া কর্মসূচি 'বাংলার যুবশক্তি'। এই নতুন নাম নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনে দলের যুব বাহিনীকে আরও সক্রিয় করার জন্য নতুন এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।
এবার যুব তৃণমূল কংগ্রেস নতুন কর্মসূচি নিয়েছে 'বাংলার যুবশক্তি'। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ডিওয়াইএফআইয়ের বক্তব্য, "তাদের প্রকাশিত পত্রিকার নাম নকল করেছে তৃণমূল।" এভাবে বাংলার যুবদের বিভ্রান্ত করা যাবে না বলে মনে করে এই বাম যুব সংগঠন।
বাম যুবদের পত্রিকা 'যুবশক্তি'। এবার সূচনা তৃণমূল যুব সংগঠনের 'বাংলার যুবশক্তি'। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নয়া কর্মসূচি ঘোষণা করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। জানা গিয়েছে, এই কর্মসূচির লক্ষ্য ১ লক্ষ ২৫ হাজার যুবযোদ্ধা নিয়োগ করা। এই কর্মসূচি সফল করতে রাজ্য ও জেলা কো অর্ডিনেশন কমিটি গড়ে কাজ হবে। নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতিদের ১২ জুনের মধ্যে ব্লক ও শহরে ৫ জন করে ফিল্ড ইউনিট মেম্বারের নাম পাঠাতে হবে। ১১ জুলাইয়ের মাধ্যমে প্রত্যেক ফিল্ড ইউনিট মেম্বার ৫০ জন করে যুবযোদ্ধা নিয়োগ করবেন। যুব যোদ্ধাদের বয়স বেধে দেওয়া হয়েছে ১৮ থেকে ৩৫ বছর।
আরও পড়ুন- তৃণমূল কি আগের থেকে এখন ভাল অবস্থায়, মুকুলের মন্তব্যে জল্পনা
'বাংলার যুবশক্তি' পোর্টালের মাধ্যমে ১২ জুন আত্মপ্রকাশ করার কথা। দলের যুব সংগঠনের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে বলা হয়েছে, প্রতিটি বুথে যাঁরা ভাল মুখ, এমন ব্যক্তিদের যুবযোদ্ধা হিসেবে নিয়োগ করতে হবে। তাঁরা করোনা ও আমফান মোকাবিলায় কাজ করবেন, তাছাড়া প্রত্যেককে ১০টি পরিবারের সঙ্গে নিবিড় জনসংযোগ রাখতে হবে। যে কোনও প্রয়োজনে ওই পরিবারগুলির পাশে থাকতে হবে, সুখে-দুঃখে সঙ্গী হতে হবে যুবযোদ্ধাদের। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার কথাও বলা হয়েছে।
তৃণমূল যুবর এই নতুন কর্মসূচির নাম দেওয়ায় তাঁদের অনুপ্রেরণা দেখছেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র। সায়নদীপ বলেন, "২৩ জুলাই ৫৩ বছরে পা দেবে আমাদের 'যুবশক্তি' পত্রিকা। বাংলার যুবকদের জন্য চিন্তা-চেতনার রসদ সরবরাহ করে আসছে এই পত্রিকা। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সব কিছু চলত, কবে থেকে ডিওয়াইএফআইয়ের অনুপ্রেরণা গ্রহণ করল জানি না। এটা আমাদের পক্ষে বিপজ্জনক। নকল করাই তৃণমূল কংগ্রেসের স্বভাব। এটা আশ্চর্যের নয়। আমাদের নাম ধার করার চেষ্টা করছে।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন