এবার আগরতলার একটি কলেজে দলের প্রতিষ্ঠা দিবসের প্রচার করতে গিয়ে আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ আক্রান্ত ছাত্রী সোলাঙ্কি সেনগুপ্তের। অভিযোগের তির ছাত্র সংগঠন এবিভিপি-র দিকে। এই খবর জানাজানি হতেই মূহুর্তে উত্তেজনা ছড়ায় আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে।
জোড়া-ফুলের দাবি, আগামিকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। বাংলার পাশাপাশি এবার ত্রিপুরাতেও একাধিক কর্মসূচি পালন করবে তৃণমূল ছাত্র পরিষদ। বিভিন্ন কলেজের সামনে অনুষ্ঠানের পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনানোরও ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। তখনই কলেজের মধ্যে দলীয় কর্মীদের নিশানা করে হামলা চালায় এবিভিপি।
এমবিবি কলেজের মধ্যেই রয়েছে পুলিস ফাঁড়ি। পুলিশে অভিযোগ করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের। উল্টে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনার পরই তড়িঘড়ি ত্রিপুরা যাচ্ছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন। যাচ্ছেন কুণাল ঘোষও।
তৃণণূলের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ভয় পেয়েছে বিজেপি। এখন তৃণমূলে নয়, দলের ছাত্র সংগঠনকেই ভয় পাচ্ছে ওরা। স্পষ্ট যে আগামী নির্বাচনে ত্রিপুরায় তৃণমূলই ক্ষমতায় আসছে।" যদিও গোটা বিষয়টিই পড়ুয়াদের নিজস্ব ঝামেলা, যাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি ত্রিপুরায় বিজেপির রাজ্য কমিটির সদস্য ভিক্টর সোমের। তিনি বলেছেন, "এটা ওই কলেজের পড়ুয়াদের নিজস্প ঝামেলা। যা মারামারির আকার নিয়েছে। এখন তৃণমূল সেই ঝামেলাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে।"
বাংলার পর ত্রিপুরা দখলই তৃণমূলের পাখির চোখ। নির্বাচনের দেড় বছর আগে থেকেই সে রাজ্যে সংগঠন পোক্ত করতে মরিয়া জোড়া-ফুল শিবির। তবে, এই প্রথম নয়, এর আগে ত্রিপুরায় তৃণমূলের উপর একাধিকবার বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়েছে। শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে লাঠি মেরে হামলা দিয়ে। এরপর আম্বাসায় তৃণমূল যুব ও ছাত্র নেতাদের উপর আক্রামণ নেমে আসে। হামলাকারীরা বিজেপি দুষ্কৃতী বলে দাবি তৃণমূলের। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। অভিষেক সহ তৃণমূল সাংসদ, বিধায়করা থানায় গিয়ে পুলিশের সঙ্গে বচসায় পর্যন্ত জড়ান। তারপর দুই তৃণমূল মহিলা ,সাংসদদোলা সেন ও অপরূপা পোদ্দারের গাড়িতে হামলা চলে। এবার দলের ছাত্র সংগঠনের উপর কলেজের মধ্যেই এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন