কয়েকদিন ধরেই কানাঘুষো চলছিল, এবার মোটামুটি নিশ্চিত হওয়া গেল, যে কলেজে কলেজে তোলাবাজির জেরে সরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য় সভানেত্রী জয়া দত্তকে। মুখ্য়মন্ত্রীর ঘনিষ্ঠ মহলের সূত্রে খবর, কলেজে ভর্তিতে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠায় ক্ষুব্ধ মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
সম্প্রতি কলেজে কলেজে সাধারন ছাত্র-ছাত্রীরা ভর্তির সময় চরম হেনস্থার শিকার হয়েছে। নিয়মমাফিক ভর্তির টাকা ছাড়াও বাড়তি হাজার হাজার টাকা দিতে বাধ্য হয়েছে অনেকেই। অনেকে টাকার অভাবে ভর্তি হতে পারেনি। বাধ্য় হয়ে ছাত্র ভর্তির সমস্ত প্রক্রিয়া অনলাইনের মাধ্য়মেই হবে বলে ঘোষণা করেছেন মুখমন্ত্রী।
কলেজে কলেজে ভর্তি নিয়ে তোলাবাজি আটকাতে এর আগেই আসরে নামতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের তোলাবাজদের নাম এবং ছবি প্রকাশ পাওয়ায় মুখ পুড়ছিল শাসকদলের। পরিস্থিতি যে আয়ত্তে নেই তা বেশ বোঝা যাচ্ছিল। কলকাতা পুলিশের তরফ থেকে তোলাবাজি সংক্রান্ত খবর দেওয়ার জন্য প্রকাশ্য বিবৃতি দেওয়ার পর স্পষ্ট হয়েছিল, রাশ টানতে চাওয়া হচ্ছে।
কিন্তু শুধু পুলিশকে সক্রিয় করাই যথেষ্ট নয় বলে বোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার তিনি নিজেই হাজির হয়েছিলেন আশুতোষ কলেজে। সেখানে মমতা জানিয়ে দেন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নিয়ে কোনও আপস করা হবে না, যে বা যারা ছাত্ররাজনীতির নামে ভয় দেখিয়ে, জলুম করে টাকা তুলবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেদিনই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসেছিলেন তিনি। শিক্ষামন্ত্রী নিজেও সেদিন জয়পুরিয়া কলেজ পরিদর্শনে যান, এবং কড়া বার্তা দেন।