Advertisment

'গোয়ায় আনব নতুন ভোর, বিজেপিকে রুখতে একজোট হোন', সফরের আগে বার্তা মমতার

চলতি মাসের শেষে গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তার আগে বিজেপিকে রুখতে গোয়ার সব রাজনৈতিক দল, সংগঠনকে জোটবদ্ধ হতে বার্তা তৃণমূলনেত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
To defeat BJP every party in Goa should stands together, tweets Mamata Banerjee

বিজেপিকে রুখতে একজোট হওয়ার বার্তা তৃণমূলনেত্রীর।

আগামী ২৮ অক্টোবর গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বিজেপিকে রুখতে গোয়ার সব রাজনৈতিক দল, সংগঠনকে জোটবদ্ধ হতে বার্তা তৃণমূলনেত্রীর। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, '২৮ তারিখ আমার প্রথম গোয়া সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি। সব ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলগুলিকে বিজেপি এবং তাদের বিভাজক কর্মসূচিকে হারানোর শক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানাই। গত ১০ বছরে গোয়ার জনগণ যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছেন।'

Advertisment

একুশের ভোটে বাংলা দখলে মরিয়া ছিল গেরুয়া শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একা হাতে মোদী-শাহ-নাড্ডাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন। একুশের নির্বাচনে বাংলায় বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফেরার পর সর্বভারতীয় রাজনীতিতেও তৃণমূলের গুরুত্ব অনেকটা বেড়ে যায়। এদিকে, বাংলার সীমা ছাড়িয়ে ভিনরাজ্যেও দলের সংগঠন সাজাতে তৎপরতা নিতে শুরু করে তৃণমূল। ত্রিপুরা, অসমের পাশাপাশি তৃণমূলের নজর গোয়াতেও। ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। ফালেইরোর হাত ধরেই এবার গোয়ায় বিজেপির কোমর ভাঙতে তৎপর তৃণমূল।

চলতি মাসের শেষেই গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তার আগে গোয়ায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সব দলকে একজোট হওয়ার বার্তা তৃণমূলনেত্রীর। টুইটে তিনি লিখেছেন, '২৮ তারিখ আমার প্রথম গোয়া সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি। সব ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলগুলিকে বিজেপি এবং তাদের বিভাজক কর্মসূচিকে হারানোর শক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানাই।' এরই পাশাপাশি টুইটে তিনি আরও লিখেছেন, 'একসঙ্গে আমরা একটি নতুন সরকার গঠনের মাধ্যমে গোয়ার জন্য একটি নতুন ভোরের সূচনা করব। যা সত্যই গোয়ার জনগণের সরকার হবে এবং তাঁদের আকাঙ্খাগুলি উপলব্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ হবে!'

আরও পড়ুন- বাংলায় সেঞ্চুরি ডিজেলের, দাম আরও বাড়ল পেট্রোলের

এদিকে, দলনেত্রীর গোয়া সফরের আগেই লুইজিনহো ফালেইরোকে সর্বভারতীয় পদে বসিয়েছে তৃণমূল। বর্ষীয়ান এই রাজনীতিবিদকে সর্বভারতীয় সহ-সভাপতির পদে বসিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের ঠিক আগে ফালেইরোকে গুরু-দায়িত্ব দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত বলই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানা গিয়েছে, আগামী সোমবার থেকে গোয়ায় বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছে তৃণমূল। সেই প্রচারেও বেশ কিছু চমক থাকতে পারে বলে গুঞ্জন বাড়ছে। গোয়ায় জোর গুঞ্জন, ফালেইরোকে সামনে রেখেই এবার বিধানসভা ভোটে লড়বে তৃণমূল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Mamata Banerjee Goa
Advertisment