Advertisment

বাংলো দুর্নীতি আড়াল করতেই দিল্লি অর্ডিন্যান্স-এর বিরোধীতা? সংসদে ঝড় তুললেন অমিত শাহ  

শাহের নিশানায় কেজরিওয়াল

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah attacks AAP amid Delhi services bill row"

লোকসভার কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিলটি সংসদে পেশ করা হয়। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, 'বিলটি নিয়ে সরকারের বিস্তৃত আলোচনা করা উচিত এবং বিলটি উপস্থাপনের জন্য এখন সময়টি সঠিক নয়'। বিরোধীরা উদ্বেগ প্রকাশ করেছে যে বিলটি "তথ্যের অধিকার সংক্রান্ত আইন এবং গোপনীয়তার অধিকারকে পদদলিত করবে।"

Advertisment

এদিকে লোকসভায় দিল্লিতে পরিষেবা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের বিল নিয়ে আলোচনার সময় অমিত শাহ বলেছেন, 'দিল্লি একটি পূর্ণাঙ্গ রাজ্য নয়, আমাদের আইন তৈরি করার সম্পূর্ণ অধিকার রয়েছে'। মণিপুর হিংসা নিয়ে লোকসভায় বিরোধী দলের সাংসদদের হট্টগোল অব্যাহত রয়েছে। বিজেপি হুইপ জারি করে সকল সাংসদকে সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।

সংবিধান কেন্দ্রকে দিল্লির জন্য আইন তৈরি করার অনুমতি দিয়েছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি অর্ডিন্যান্স বিল বিবেচনা ও পাসের জন্য লোকসভায় পেশ করেছেন। তিনি বলেন, ‘সংবিধানে এমন বিধান রয়েছে যা কেন্দ্রকে দিল্লির জন্য বিশেষ আইন তৈরি করার অনুমতি দেয়। বিরোধীরা বিলটিকে সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে বললেও তা সঠিক নয়’।

লোকসভায় দিল্লি পরিষেবা বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। অমিত শাহ বলেছেন, দিল্লি একটি পূর্ণাঙ্গ রাজ্য নয়, আমাদের আইন করার অধিকার রয়েছে। উল্লেখ্য দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতে রাখতে এই বিল আনা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 'জাতীয় রাজধানীতে আইন প্রণয়নের অধিকার সংসদের রয়েছে। স্বাধীনতার পর, এমনকি জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল এবং ডক্টর আম্বেদকরের মতো নেতারাও দিল্লিকে পূর্ণ রাজ্যে পরিণত করার বিরোধিতা করেছিলেন'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লোকসভায় দিল্লি পরিষেবা বিল পেশ করেছেন। সেই সঙ্গে AAP-এর নেতৃত্বাধীন দিল্লি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, 'বাংলো দুর্নীতি আড়াল করতেই দিল্লি পরিষেবা বিলে আপত্তি জানাচ্ছে আপ’। বৃহস্পতিবার লোকসভায় দিল্লি পরিষেবা বিল নিয়ে আলোচনা করার সময়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন 'সংবিধানে এমন বিধান রয়েছে যা কেন্দ্রকে দিল্লির জন্য আইন তৈরি করার অনুমতি দেয়'।

লোকসভায় ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল পেশ করার প্রস্তুতি

লোকসভায় ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল পেশ করার প্রস্তুতি চলছে। প্রতিবাদ জারি রেখেছে বিরোধীরা। এআইএমআইএম প্রধান ওয়াইসিও ডেটা সুরক্ষা বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

যে কোন নিয়মেই মণিপুর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বিরোধীরা

বৃহস্পতিবার রাজ্যসভায় মণিপুর নিয়ে আলোচনার জন্য বিরোধী দল এবং সরকার সম্মত হয়েছে। সূত্রের খবর, বিরোধীরা যে কোনও নিয়মের অধীনে মণিপুর ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনার জন্য প্রস্তুত। বিরোধীরা দাবি করেছে যদি তাদের তোলা বিষয়গুলি উপস্থাপন করার জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করা হয়। তাহলে যে কোন নিয়মের অধীনেই মণিপুর নিয়ে আলোচনা করা যেতে পারে।  

amit shah
Advertisment