Advertisment

কালো পোশাক পরে এককাট্টা প্রতিবাদ ‘INDIA’ জোটের সাংসদদের, রাজস্থানে মোদীর সমাবেশ

বিরোধী দলগুলি আজই অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার দাবি জানাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Narendra Modi, Parliament, Parliament news, parliament protest, sikar rally, narendra modi, parliament session, indian express" />

কালো পোশাক পরে এককাট্টা প্রতিবাদ ‘INDIA’ জোটের সাংসদদের, সিকারে মোদীর সমাবেশ

মণিপুর ইস্যুতে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার কালো পোশাক পরে সংসদে আসবেন বলে ঘোষণা করেছেন বিরোধী সাংসদরা। কংগ্রেস তার রাজ্যসভার সদস্যদের ২৭ জুলাই এবং আম আদমি পার্টি তার সাংসদদের ২৭ এবং ২৮ জুলাই সংসদে উপস্থিত থাকার জন্য একটি হুইপ জারি করেছে।আজ সকল ‘INDIA’ জোটের সাংসদদের কালো পোশাক পরে সংসদে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

সূত্রের খবর বিরোধী দলগুলি আজই অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার দাবি জানাবে। যার কারণে আজও সংসদ উত্তাল হওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার, বিরোধীরা লোকসভায় একটি অনাস্থা প্রস্তাব পেশ করে।  স্পিকার ওম বিড়লা অনুমোদন করেন। তবে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার বিষয়ে তিনি বলেছিলেন, সব দলের নেতাদের সঙ্গে বৈঠক করে তারিখ ও সময় নির্ধারণ করা হবে।

বুধবার মণিপুর ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় তুমুল হট্টগোল হয়। উভয় কক্ষে কার্যক্রম শুরু হতেই বিরোধী সাংসদরা মণিপুর ইস্যুতে বিক্ষোভ শুরু করেন। হট্টগোলের কারণে কয়েক দফায় কার্যক্রম ব্যাহত হয়। এরপর উভয় কক্ষের কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। মণিপুর ইস্যুতে বিরোধীরা সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করছে। একই সঙ্গে রাজস্থান ও ছত্তিশগড়ের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানাচ্ছেন শাসক দলের নেতারা। আজ সংসদের পঞ্চম দিন। কিন্তু এখন পর্যন্ত একদিনের জন্যও সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি।

বিরোধীদের প্রবল বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী মোদী রাজস্থান ও গুজরাটে দু’দিনের সফরে যাচ্ছেন। তিনি প্রথমে রাজস্থানের সিকারে একটি জনসভায় যোগ দেবেন। তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তারপর মোদী রাজকোটে পৌঁছাবেন যেখানে বিকেল তিনটে ১৫ মিনিটে তিনি নতুন রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেল ৪.১৫ মিনিটে, প্রধানমন্ত্রী রাজকোটের রেসকোর্স ময়দানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

Parliament modi
Advertisment