scorecardresearch

‘ভারত আজ বিশ্বকে পথ দেখাচ্ছে’, দেশে ফিরেই বিরোধীদের বিরাট খোঁচা মোদীর

প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণকালে ব্রিটেন সফরকালীন সময় রানি এলিজাবেথের সঙ্গে তাঁর বৈঠকের কথা উল্লেখ করেন।

narendra modi, three nation visit, japan, papua new guinea, australia,, pm modi oin covid vaccine, indian express

‘আজ বিশ্ব ভারতের কথা শোনে’, তিন দেশের সফর থেকে ফিরে প্রধানমন্ত্রী মোদী এক ভাষণে উল্লেখ করেন,- ‘এই খ্যাতি মোদীর নয়, এটা দেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টার ফল’। তিন দেশ সফর শেষে দেশে ফেরার পথে দিল্লির পালম বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানানো হয়।

বৃহস্পতিবার তিন দেশের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মোদী। ২৫ মে দিল্লির পালাম বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী। দেশের মাটিতে পা দিয়েই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন বিশ্বের বিভিন্ন দেশে যাই, বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করি, ভারতের ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলি। আমার দেশের মহান সংস্কৃতিকে তুলে ধরতে আমি চোখে চোখ রেখে কথা বলি’।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, আমি যখন দেশের কথা বলি, বিশ্ব মনে করে আমার দেশের ১৪০ কোটি মানুষ কথাই আমি তাদের সামনে তুলে ধরছি। দেশবাসীর উদ্দেশ্যে মোদী বলেন, ‘ভারতের সংস্কৃতি ও মহান ঐতিহ্যের কথা তুলে ধরতে কখনও দাসত্বের মানসিকতায় ডুবে যাবেন না, সাহসের সঙ্গে কথা বলবেন। বিশ্ব ভারত সম্পর্কে শুনতে আগ্রহী। আমি যখন বলি আমাদের তীর্থক্ষেত্রে হামলা গ্রহণযোগ্য নয় তখন তামাম বিশ্বের মানুষ আমার সঙ্গে আমার সমর্থনে রয়েছে বলে মনে হয়’।

এই সময়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভ্যাকসিন নিয়ে বিরোধীদের নিশানা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি কেন বিদেশে ভ্যাকসিন পাঠালেন তার হিসাব চাওয়া হয়েছিল। এটা বুদ্ধ ও গান্ধীর দেশ। পাপুয়া নিউগিনির লোকেরা আমার ভাষা বুঝতে পারেনি, কিন্তু তারা ইঙ্গিতে জানিয়েছেন,  ভারতের পাঠানো ভ্যাকসিন আমাদের বাঁচতে সাহায্য করেছে’। প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণকালে ব্রিটেন সফরকালীন সময় রানি এলিজাবেথের সঙ্গে তাঁর বৈঠকের কথা উল্লেখ করেন।  

এর আগে, জেপি নাড্ডা প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়ে ‘অস্ট্রেলিয়ার মাটিতে মোদী মোদী রব ওঠার জন্য মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সিডনির মাটিতে মোদীর প্রতি মানুষের উচ্ছ্বাস বলে দিয়েছে ভারত সম্পর্কে বিশ্বের দৃষ্টিভঙ্গি কীভাবে বদলেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেফ মোদীর সঙ্গে দেখা করার জন্য সেদেশ থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছান’।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Today world wants to know what india is thinking pm modi lands in delhi after three nation visit