Advertisment

'এক চড়ে দাঁত ফেলে দেব', বিজেপি করায় হুমকি তৃণমূল বিধায়কের

বিজেপি করার 'অপরাধে' বাড়ি এসে শাসিয়ে গেলেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক ও পৌরসভার প্রশাসক রথীন ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি- ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া

ফের বিজেপি-তৃণমূল সংঘাত এল প্রকাশ্যে। এবার বিজেপি করার 'অপরাধে' বাড়ি এসে শাসিয়ে গেলেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক ও পৌরসভার প্রশাসক রথীন ঘোষ। বিজেপি কর্মীকে 'হুমকি' দেওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়েছে।

Advertisment

ঠিক কী ঘটেছে?

ঘটনাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের মাইকেল নগরের। যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের স্থানীয় কো-অর্ডিনেটর ও পৌরসভার প্রশাসক রথীন ঘোষ তাঁর অনুগামীদের নিয়ে ওই বিজেপি কর্মীর বাড়িতে এসে শাসানি ও হুমকি দিচ্ছেন। এমনকি গালিগালাজের অভিযোগও উঠেছে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ভিডিওটিতে 'এক চড় মেরে দাঁত ফেলে দেব' এমন ভাষায় শাসানিও শোনা যায়।

যদিও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রথীন ঘোষ। তাঁর বক্তব্য, "প্রতিবেশীর সঙ্গে ওই বিজেপি কর্মীর বেশকিছু দিন ধরে বিবাদ চলছিল। প্রতিবেশী এই বিষয়ে পৌরসভায় নালিশও জানিয়েছিল। সেই কারণে তাঁর বাড়িতে কথা বলতে যাওয়া হয়েছিল।কোনও হুমকি ও গালিগালাজ দেওয়া হয়নি।"

এর পিছনে কোনও রাজনীতি নেই বলেও দাবি করেছেন তৃণমূল বিধায়ক। এদিকে এই ঘটনায় রাতেই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp tmc
Advertisment