ভাটপাড়া পুরসভায় বিজেপি বোর্ডের চেয়ারম্যান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল তৃণমূল। চেয়ারম্যান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা জমা দিল ১৮ জন কাউন্সিলর। পুর পরিষেবায় গাফিলতির উল্লেখ করে এই অনাস্থা প্রস্তাব জমা দেন রাজ্যের শাসক শিবিরের ১৮ কাউন্সিলর। ফলে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাস তালুকেই অস্বস্তিতে গেরুয়া শিবির।
লোকসভা ভোটের বাংলায় ব্যপক সাফল্য মেলে বিজেপির। ব্যারাকপুর আসনটিতে বিজেপির টিকিটে জেতেন তৃণমূলত্যাগী অর্জুন সিং। সেই আবহেই ভাটপাড়া পুর বোর্ড তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। ৩৫ আসন বিশিষ্ট ভাটপাড়া পুরসভায় ২০১৫ সালের পুর নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। একটি আসনে জয়লাভ করেছিল সিপিএম। পরে একজন তৃণমূল কাউন্সিলরের মৃত্যু হলে শাসক দলের কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় ৩৩।
ভাটপাড়া পুরসভায় অনাস্থা জমা তৃণমূলের।
কিন্তু, লোকসভা ভোটের পর রাজ্যের শাসক শিবিরের ১৮ কাউন্সিলর যোগ দেন বিজেপিতে। ফলে ভাটপাড়া পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পায় পদ্ম বাহিনী। চেয়ারম্যান হন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ।
সম্প্রতি, বিজেপিতে যোগদানকারী ১৮ জনের মধ্যে ১২ কাউন্সিলরের 'ঘর ওয়াপসি' ঘটে। ফলে ফের ভাটপাড়া পুর বোর্ডের রাশ নিজেদের হাতে নিতে মরিয়া তৃণমূল। নিয়মবিধি অনুসারে কোনও চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর অন্তত ছয় মাসের মধ্যে পুরসভায় অনাস্থা আনা যায় না। ৪ঠা ডিসেম্বর সৌরভ সিংয়ের ছয় মাসের মেয়াদ পূর্ণ হয়েছে। তাই দেরি না করে শুক্রবারই পুরসভার এক্সিকিউটিভ অফিসার তন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে বর্তমান বোর্ডের বিরুদ্ধে অনাস্তা প্রস্তাব জমাদেন ১৮ জন তৃণমূল কাউন্সিলার। নির্দিষ্ট নিয়মে অনাস্থা জমার ২৫ দিন পরে ভোটাভুটি হবে। পুর বোর্ড দখল এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন শাসক শিবিরের নেতারা।
আরও পড়ুন: বিজেপিকে রুখতে ফের জঙ্গি মেজাজে পুরনো মমতা
পুরসভার এক্সিকিউটিভ অফিসার তনময় বন্দ্যোপাধ্যায় বলেন, 'নিয়ম অনুযায়ী চেয়ারম্যান তাঁর মতামত জানানোর জন্য ১৫ দিন সময় পাবেন। তারপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'