scorecardresearch

উপনির্বাচনের প্রচারে ত্রিপুরায় রোড শো অভিষেকের, দেব-মিমি-সায়নীরা তৃণমূলের তারকা প্রচারক

শুধু অভিষেকই নন, প্রচারে নামবেন তৃণমূলের তারকা সাংসদ-বিধায়করা।

abhishek banerjee moves against ed in calcutta high court to go dubai for eye treatment updates
সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচনে আজ, মঙ্গলবার প্রচারের ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থীদের সমর্থনে আজ আগরতলায় যাচ্ছেন অভিষেক। তার পর বড়দোয়ালি বিধানসভার গান্ধিঘাট থেকে আগরতলা বিধানসভার জি বি বাজার পর্যন্ত বিরাট রোড শো করবেন তিনি। বিনা যুদ্ধে বিজেপিতে জমি ছাড়তে নারাজ তৃণমূল।

শুধু অভিষেকই নন, প্রচারে নামবেন তৃণমূলের তারকা সাংসদ-বিধায়করা। সেই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে জোড়াফুল শিবির। সবার প্রথমেই রয়েছেন দলের সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কবে ত্রিপুরায় প্রচারে যাবেন তা নিয়ে তৃণমূলের তরফ থেকে এখনও কোনও সূচি জানানো হয়নি।

এছাড়া রয়েছেন অভিষেক, সৌগত রায়, ফিরহাদ হাকিম, শত্রুঘ্ন সিনহা, মুকুল সাংমা, কুণাল ঘোষ, রিপুন বোরার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। রয়েছেন দেব, মিমি, মনোজ তিওয়ারি, সায়নী ঘোষ, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ, কৌশানী মুখোপাধ্যায়ের মতো তারকারা।

আরও পড়ুন ‘শুভেন্দু স্বীকার করলেন’, রে রে করে উঠল জোড়া-ফুল

মোট ২৭ জন তারকা প্রচারকের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে তৃণমূল। আগে থেকেই দলের ত্রিপুরা ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য কমিটির সভাপতি সুবল ভৌমিক, সাংসদ সুস্মিতা দেবরা প্রচারে নেমে পড়েছেন। এবার অভিষেক নামছেন আজ, মঙ্গলবার।

এদিকে, ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ২২১টি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেক দাবি জানিয়েছে তৃণমূল। তৃণমূলের দাবি, সবকটি বুথই স্পর্শকাতর, সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Tripura assembly by elections abhishek banerjee to hold massive road show