/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Tripura-Bypoll.jpg)
ত্রিপুরার চার কেন্দ্রে উপনির্বাচন।
Tripura Bypoll 2022: টানটান উত্তেজনার মধ্যেই চলছে ত্রিপুরার চার কেন্দ্রের উপ নির্বাচন। মুখ্যমন্ত্রী মানিক সাহার ভাগ্য নির্ধারণ আজ। সকালে ভোট শুরুর পর থেকে চারটি কেন্দ্র থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। গন্ডগোল থামাতে পথে নেমেছেন পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারও।
আজ ত্রিপুরায় আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা ও যুবরাজনগর কেন্দ্রে উপনির্বাচন। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে চার কেন্দ্রের নির্বাচন শুরু হয়েছে। তবে আগরতলা, সুরমার বিভিন্ন বুথ থেকে এদিন অশান্তির খবর মিলেছে। একইভাবে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে টাউন বড়দোয়ালি ও যুবরাজনগর কেন্দ্র থেকেও।
SHAMEFUL!
There is no control over the atrocities projected over people in Tripura - be it our workers or a journalist.
Where is the #DoubleEngineSarkaar hiding? Why is @DrManikSaha2
turning a blind eye to such violence? Like always, SILENCE is the answer?#GundaRajInTripura— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) June 23, 2022
The NEGLIGENCE of the @BJP4Tripura towards the absolute lawlessness in Tripura is UNACCEPTABLE!
Democracy is a MYTH and freedom of speech & expression seems to be a crime in the state.#DoubleEngine Sarkaar is a big DISASTER! #GundaRajInTripura— Dr. Shashi Panja (@DrShashiPanja) June 23, 2022
তৃণমূলের অভিযোগ, বিজেপির বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে একাধিক এলাকায়। ভোটারদের ভয় দেখানোর পাশাপাশি তৃণমূলের কর্মী-সমর্থকদের অহরহ হুমকি, মারধরের শিকার হতে হচ্ছে। এব্যাপারে পুলিশি ভূমিকায় যারপরনাই ক্ষুব্ধ তৃণমূল।
.@BJP4Tripura has ensured the downfall of Tripura, and today is no different!
A journalist was attacked for reporting news. Is this what democracy looks like?@DrManikSaha2 how long will you turn a blind eye to such atrocitites?#GundaRajInTripura— Nusrat J Ruhii (@nusratchirps) June 23, 2022
আরও পড়ুন- ‘বিদ্রোহের আঁচ পেলেন না কেন?’, বাড়ি ডেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা পওয়ারের
বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে নির্বাচন কমিশনের দফতরে। অধিকাংশ ক্ষেত্রেই শাসকদল বিজেপির মদতে হামলা, মারধরের অভিযোগ এনেছে বিরোধীরা। গতকাল রাতেই বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সুরমার তৃণমূল প্রার্থী। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাঁকেও মারধর করেছে বলে অভিযোগ। এব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বাংলার শাসকদল।
The TORMENT that the people of Tripura are subjected to is UNACCEPTABLE & SAD!
— Ritabrata Banerjee (@RitabrataBanerj) June 23, 2022
The attempt to meddle with the voting rights of people by inflicting VIOLENCE is very typical of @BJP4Tripura.
But, people are watching! And CHANGE is inevitable! #GundaRajInTripura
ত্রিপুরার চার কেন্দ্রে উপ নির্বাচনের মধ্যে নজর টাউন বড়দোয়ালিতে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বড়দোয়ালি কেন্দ্রে এবার মানিক সাহার বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের আশিস সাহা। তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে সংহিতা ভট্টাচার্যকে।