Advertisment

ত্রিপুরা পঞ্চায়েত উপ নির্বাচনে সব আসনেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস

ত্রিপুরা পঞ্চায়েতের মোট ৩৩৮৬টি আসনে উপনির্বাচন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন আধিকারিক জিকে রাও। এর মধ্যে ৩২০৭ টি গ্রাম পঞ্চায়েত, ১৬১টি পঞ্চায়েত সমতি এবং ১৮টি জেলা পরিষদের আসন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ত্রিপুরা কংগ্রেস ভবনের সাংবাদিক বৈঠক

"আসন্ন পঞ্চায়েত উপনির্বাচনে রাজ্যের প্রতিটি ব্লকেই প্রার্থী দিতে চলেছি আমরা", সোমবার সাংবাদিক বৈঠকে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা।  ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের শূন্য আসনে উপনির্বাচনের দিন ধার্য হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর।

Advertisment

২০০৯ সালের মার্চ মাসে বিজেপি-আইপিএফটি জোট পঞ্চায়েতে ক্ষমতায় আসার পর থেকে ওই সমস্ত আসন খালিই পড়েছিল। প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক বৈঠকে সভাপতি সিনহা জানিয়েছেন, ব্লক স্তরে প্রার্থী বাছাই-এর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

আরও পড়ুন, ত্রিপুরা সিপিএমের মুখপত্রের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ দায়ের

পঞ্চায়েত উপনির্বাচন প্রসঙ্গে ত্রিপুরা সিপিআই(এম)- এর রাজ্য সম্পাদক বিজন ধর এই মুহূর্তে ত্রিপুরায় নেই। রাজধানী থেকে ফোনে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিককে তিনি জানিয়েছেন, "আসন্ন উপনির্বাচনের জন্য আমরা যত বেশি সংখ্যক আসনে প্রার্থী দেওয়া যায়, সেই চেষ্টা করব। নির্বাচন কমিশনের কাছে ন্যায্য ও গন্তান্ত্রিক পথে নির্বাচন দাবি করছি আমরা"। এর আগে ২০ আগস্ট সিপিআই(এম) এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল বাম জনপ্রতিনিধিদের বরখাস্ত দিতে বাধ্য করছে বিজেপি এবং আইপিএফটি জোট।

ত্রিপুরা পঞ্চায়েতের মোট ৩৩৮৬টি আসনে উপনির্বাচন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন আধিকারিক জিকে রাও। এর মধ্যে ৩২০৭ টি গ্রাম পঞ্চায়েত, ১৬১টি পঞ্চায়েত সমতি এবং ১৮টি জেলা পরিষদের আসন। মোট ৭লক্ষ আশি হাজার ভোটারের নাম রয়েছে তালিকায়। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা তিন লক্ষ আশি হাজার।

CONGRESS tripura
Advertisment