দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর ত্রিপুরায় কংগ্রেস কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিজেপি সমর্থকেরা, বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা।
অন্যান্যদের মধ্যে বাধারঘাট কেন্দ্র থেকে এবছরের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কংগ্রেস নেতা রতন দাসও আক্রান্ত হন। রতন দাসের বাড়ীতে মঙ্গলবার রাতে একদল বিজেপি কর্মী সমর্থক চড়াও হন বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরও জানান, আমতলি থানাতে খবর দিলেও সাহায্য আসেনি। অভিযোগ দায়ের করার পরও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন: ‘‘আরএসএসের পুরো নাম কী?’’ ত্রিপুরার স্কুলের প্রশ্নপত্রে ফের বিতর্ক
এবিষয়ে আমতলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রণব সেনগুপ্ত জানান, কংগ্রেস ও বিজেপি - দুই দলের পক্ষেই একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ পরিস্থিতিতে তদন্ত ছাড়া কাউকেই গ্রেপ্তার করা সম্ভব না।
ত্রিপুরা পুলিশের সহকারী আইজি স্মৃতিরঞ্জন দাস বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তদন্ত করে শিগগিরই দোষীদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।
কংগ্রেস দলের অভিযোগের জবাবে রাজ্য বিজেপি মুখপাত্র ডঃ অশোক সিনহা বলেন, এসব স্থানীয় বাকবিতন্ডার ফলে উদ্ভুত সমস্যা। এতে বিজেপি দলের কোন হাত নেই।