Advertisment

ত্রিপুরা সিপিএমের মুখপত্রের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ দায়ের

সংবাদপত্রে সম্পাদক, মুদ্রক ও প্রকাশকের নামোল্লেখকারী যে তথ্য প্রকাশ করা হয় তার সঙ্গে ভারত সরকারের সংবাদপত্র রেজিস্ট্রারকে দেওয়া তথ্যের গরমিল রয়েছে, এমন অভিযোগও উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cpm, সিপিএম

ত্রিপুরা সিপিএমের মুখপত্রের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ

ত্রিপুরা সিপিএমের মুখপত্র দৈনিক দেশের কথা-র বিরুদ্ধে প্রেস আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম-কে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক সন্দীপ নামদেও মহাত্মে জানিয়েছেন ‘‘পিআরবি আইন ব্যাপক লঙ্ঘনের কারণে দৈনিক দেশের কথার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। আমি অনুসন্ধান চালিয়ে দেখেছি অভিযোগের কিছু ভিত্তি রয়েছে। আগামী সপ্তাহে একটি শুনানিতে হাজির হওয়ার জন্য আমরা ওই সংবাদপত্রকে নোটিস পাঠাব।’’

Advertisment

জেলাশাসক অবশ্য অভিযোগকারীর নাম জানাতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, বেশ কিছু ইস্যু নিয়ে অভিযোগ উঠেছে।  সংবাদপত্রে সম্পাদক, মুদ্রক ও প্রকাশকের নামোল্লেখকারী যে তথ্য প্রকাশ করা হয় তার সঙ্গে ভারত সরকারের সংবাদপত্র রেজিস্ট্রারকে দেওয়া তথ্যের গরমিল রয়েছে, এমন অভিযোগও উঠেছে।

আরও পড়ুন, পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য তৃণমূল ও সিপিএমকে সমর্থন করব: মালদা কংগ্রেস

তবে এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পত্রিকার সম্পাদক সমীর পাল। তিনি জানিয়েছেন, জেলাশাসকের দফতর থেকে তিনি কোনও নোটিস পাননি। তাঁর দাবি সমস্ত গাইডলাইন মেনেই পত্রিকা প্রকাশ করা হচ্ছে।

তিনি বলেছেন, ‘’অভিযোগের পিছনে কী উদ্দেশ্য রয়েছে তা আমি জানি না। তবে প্রয়োজনে আমরা আইনি পথে লড়াই করতে প্রস্তুত আছি।’’

অন্যদিকে এই অভিযোগকে স্বাগত জানিয়েছেন বিজেপি-র মুখপাত্র মৃণালকান্তি দেব। তিনি বলেছেন, ‘‘সিপিএম এবং তাদের মুখপত্র, দুই-ই মানুষকে ঠকিয়ে এসেছে দীর্ঘদিন ধরেষ আমরা শেষ বিচারের জন্য অপেক্ষা করব।’’

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তাপস দে বলেছেন, ‘‘বিজ্ঞাপনের জন্য যদি ডিক্লারেশন বদলানো হয়, তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক। সরকারের উচিত সংবাদমাধ্যমে বাড়বাড়ন্ততে সহায়তা করা। শুরু থেকেই এ পত্রিকা আমাদের কাছে সন্দেহজনক ছিল। এবার সত্য প্রকাশিত হওয়া উচিত।’’

দৈনিক দেশের কথা-র প্রাক্তন সম্পাদক গৌতম দাসের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এ নিয়ে মুখ খুলতে চাননি।

Cpm
Advertisment