Advertisment

Tripura Elections: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই উৎসবের মেজাজে নির্বাচন ত্রিপুরায়, ভোট পড়ল ৮১ শতাংশ

Tripura Election 2023,ত্রিপুরা বিধানসভা নির্বাচন: ‘হাইভোল্টেজ ভোট’ ত্রিপুরায়, সমীকরণ বদলে দিতে পারে তিপরা মোথা পার্টি

author-image
IE Bangla Web Desk
New Update
Tripura Election 2023 | Tripura Assembly Election |

Tripura legislative assembly election 2023: ত্রিপুরায় চলছে ভোটগ্রহণ। এএনআই ছবি

Tripura Assembly Election 2023: বিজেপির বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৮১ শতাংশ। কড়া নিরাপত্তার মধ্যেই আজ, বৃহস্পতিবার মিটল ত্রিপুরা বিধানসভার হাইভোল্টেজ নির্বাচন। ৬০টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২৫৯ জন প্রার্থী। রাজ্যে মোট ভোটার সংখ্যা ২৮ লক্ষ ১৪ হাজার ভোটার। ‘ট্রিপল ঝামেলা জোট’কে হারিয়ে উন্নয়নের প্রশ্নে ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক অমিত শাহের।

Advertisment

সেরাজ্যের রাজনৈতিক আঙিনায় বহুকাল ধরে কংগ্রেস বনাম বামেদের লড়াই দেখা গিয়েছে। পরবর্তীকালে বিজেপি সেখানে বামেদের হারিয়ে ক্ষমতায় আসে। তবে এসবেরই মাঝে ত্রিপুরার রাজবংশের সন্তান তথা রাজ্যের প্রাক্তন কংগ্রেস প্রধান প্রদ্যোৎ দেববর্মার পার্টি তিপরা মোথা পার্টি এই রাজনৈতিক আঙিনায় অন্যতম ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়াচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার নির্বাচনী প্রচারে গিয়ে সিপিআই(এম), কংগ্রেস এবং তিপরা মোথা পার্টির ত্রিমুখী লড়াই থেকে রাজ্যকে বাঁচাতে ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ার আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ত্রিপুরা শুধুমাত্র বিজেপি শাসনকালে উন্নয়ন দেখেছে। আগে রাজ্যে “দুর্নীতি, গুন্ডামি, রাজনৈতিক হিংসা ছিল নিত্যদিনের বিষয়”।

অমিত শাহ বলেন, “কমিউনিস্টরা অতীতে অনেক কংগ্রেস সমর্থককে হত্যা করেছে। তা সত্ত্বেও বামেদের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। এই নিয়ে তাদের লজ্জা হওয়া উচিত। এই দুই দলই আসলে একই। তারা উন্নয়ন চায় না। দুই দলই শুধু দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চলছে। তিনি তিপরা মোথা পার্টি প্রসঙ্গে বলেন, দলটি পিছন থেকে সিপিআই(এম)-কংগ্রেস জোটকে সাহায্য করার চেষ্টা করছে।

ত্রিপুরায় ৬০টি বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২৫৯ জন প্রার্থী। মোট বুথের সংখ্যা ৩ হাজার ৩৩৭। এর মাঝেই ভোটপর্ব শুরু হতেই সকাল থেকেই নানান জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। এপ্রসঙ্গে ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘বোমাবাজি বাম-কংগ্রেসের 'সংস্কৃতি'।

'জিরো পোল ভায়োলেন্স টার্গেট নিয়েছে নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠ নির্বাচনে মোতায়েন করা হয়েছে, ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৫৯ কোম্পানি সিআরপিএফ, অন্যান্য রাজ্যের রিজার্ভ পুলিশ।' ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিতে জানিয়েছেন, রাজ্যে অবাধ ও সুষ্ঠ নির্বাচন পরিচালন করতে কমিশন বদ্ধপরিকর।

বিজেপি ও কংগ্রেসকে নোটিস জারি

publive-image
বিজেপি ও কংগ্রেসকে নোটিস জারি

নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পরেও ত্রিপুরা কংগ্রেস এবং বিজেপিকে তাদের নিজস্ব দলগুলির পক্ষে ভোটদানের আবেদন করেছেন। তাদের অফিসিয়াল হ্যান্ডেলগুলি থেকে টুইট করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে। দুই দলকেই নোটিস জারি করেছে নির্বাচন কমিশন।

তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৬০ শতাংশ

দুপুর তিনটে পর্যন্ত ভোটের হার ৬৯.৬০ শতাংশ। মুখ্য নির্বাচন কমিশনার বিজেপি এবং কংগ্রেসকে নোটিশ জারি করেছেন। একই সঙ্গে ৪০-৪৫টি জায়গায় ইভিএম ত্রুটির খবর পাওয়া গেছে। তবে প্রতিক্ষেত্রেই ইভিএম মেশিন প্রতিস্থাপন করা হয়েছে এবং ভোট পুনরায় শুরু করা হয়েছে, বলেও জানিয়েছেন সিইও ত্রিপুরা। ত্রিপুরার রাজবংশের সন্তান তথা রাজ্যের প্রাক্তন কংগ্রেস প্রধান প্রদ্যোৎ দেববর্মার পার্টি তিপরা মোথা পার্টি এই রাজনৈতিক আঙিনায় অন্যতম ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়াচ্ছে। তিপরা মোথা পার্টি ৩১টি আসনে জয়লাভ করবে বলেই দাবি করেছে।

দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৫১ শতাংশের বেশি

দুপুর ১টা পর্যন্ত ৫১.৩৫% ভোট পড়েছে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপির বিরুদ্ধে মানুষকে ভোট দিতে বাঁধা দেওয়ার অভিযোগ করেছেন

ত্রিপুরা নির্বাচন: দুঘন্টার মধ্যে প্রায় ১৩% ভোট

ত্রিপুরা নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রের বাইরে মানুষের লম্বা লাইন চোখে পড়েছে। কমিশন সূত্রে খবর সকাল ৯টা পর্যন্ত ১৩ দশমিক ২৩ শতাংশ ভোট পড়েছে। সকাল ১১টা পর্যন্ত ৩১ দশমিক ২৩ শতাংশ ভোট পড়েছে।

ভোট শুরু, ২রা মার্চ ফলঘোষণা

ত্রিপুরা বিধানসভার ৬০টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা’য় চলবে বিকেল ৪টে পর্যন্ত। নির্বাচনে মোট ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ২রা মার্চ।

মানিক সাহা বলেন- আবারও বিজেপির সরকার গঠন করবে

আগরতলায়,ভোট দানের পর দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বিজেপি এবার আবার সরকার গঠন করতে চলেছে। ভোটপর্ব ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ত্রিপুরার বেশ কয়েকটি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রের সামনে বিপুল সংখ্যক মানুষ গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছেন।

ভোট দিলেনমুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলায় ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ভোট দিয়েছেন

প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা বিধানসভার বিরোধী দলের নেতা মানিক সরকার আগরতলার একটি বুথে ভোট দিয়েছেন।

মানিক সরকারের অভিযোগ- বিজেপি মানুষকে ভোট দিতে দিচ্ছে না

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেছে, বিজেপি মানুষকে ভোট দিতে দিচ্ছে না। কয়েকটি জায়গা থেকে এমন রিপোর্ট সামনে এসেছে বলেও জানান তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, সেই সকল তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে।  

শান্তি ও পরিবর্তনের জন্য ভোট দিন: কংগ্রেস সভাপতি

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ‘শান্তি ও পরিবর্তনের জন্য জনগণকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরার মানুষ পরিবর্তন চায়। এবার পরিবর্তনের জন্য ভোটকেন্দ্রে মানুষের লম্বা লাইন চোখে পড়েছে।  

প্রধানমন্ত্রী মোদীর আবেদন, ত্রিপুরার মানুষ রেকর্ড সংখ্যক ভোট দিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্যের জনগণকে নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি ত্রিপুরার জনগণকে রেকর্ড সংখ্যক ভোট দিতে এবং গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করার আহ্বান জানান। এর সঙ্গে তিনি বলেন, 'আমি বিশেষ করে তরুণদের তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি।'

সুশাসন, উন্নয়ন, সমৃদ্ধি ও দুর্নীতিমুক্ত ত্রিপুরার জন্য ভোট দিন - জেপি নাড্ডা

ত্রিপুরায় ভোটের বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘আমি সব ভোটারদের গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনার প্রতিটি ভোট সুশাসন, উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে সেই সঙ্গে রাজ্যের সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ত্রিপুরার জন্য নির্ধারক হিসাবে প্রমাণিত হবে’।

অমিত শাহ জনগণের কাছে ভোটাধিকার প্রয়োগের আবেদন করেছেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনগণকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেছেন, ' ‘ত্রিপুরার মানুষকে একটি উন্নয়নমুখী সরকার গঠনের জন্য ভোট দেওয়ার জন্য এবং শান্তি ও রাজ্যের উন্নয়নের ধারাকে বজায় রাখার জন্য ভোটদানের অনুরোধ করছি’।

বিজেপি এবং কংগ্রেস-বাম জোটের মধ্যে সরাসরি লড়াই, তিপরা মোথা পার্টি দিকেও চোখ

রাজ্যে বিজেপি এবং কংগ্রেস-বাম জোটের মধ্যে সরাসরি লড়াইয়ের চবি ধরা পড়েছে।  এসবের মধ্যেও সবার চোখ ত্রিপুরা রাজবংশের উত্তরসূরি প্রদ্যোত দেববর্মার দল তিপরা মোথা পার্টির দিকে।

বৃহস্পতিবার সকাল ৭টায় ত্রিপুরায় ৬০ টি বিধানসভা আসনে শুরু হয়েছে ভোটপর্ব।  চলবে বিকেল ৪টা পর্যন্ত। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও) জি. কিরণকুমার দিনাকরো বলেন, কড়া নিরাপত্তার মধ্যে ৩,৩৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে, যার মধ্যে ১১০০টি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর এবং ২৮টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কড়া নিরাপত্তার মধ্যে ত্রিপুরার ৬০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে

বিজেপি রাজ্যে ৫৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার সহযোগী আইপিএফটি ৬টি আসনে প্রার্থী দিয়েছে, একটি আসনে একটি ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াই হবে। সিপিআই(এম) ৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং তার জোটের শরিক কংগ্রেস ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

Election tripura
Advertisment