‘জেলে ভরতে হয় ভরুন, সত্যি কথা ভারতের প্রধানমন্ত্রী একজন কাপুরুষ...' রাজঘাটে প্রতিবাদ মঞ্চ থেকে বিস্ফোরক বার্তা প্রিয়াঙ্কা গান্ধীর। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আজ রাজঘাটে বিক্ষোভ মঞ্চ থেকে মোদীকে তীব্র নিশানা করে বলেছেন, ‘এক শহীদ প্রধানমন্ত্রীর পুত্র যিনি জাতীয় ঐক্যের জন্য হাজার হাজার কিলোমিটার হেঁটেছেন তিনি কখনই দেশকে অপমান করতে পারেন না’।
রাহুলের সাংসদপদ বাতিলের জেরে আজ দিনভর কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলন চলছে। দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে কংগ্রেস নেতা-কর্মীরা। বিক্ষোভ মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, "আমার বিরুদ্ধে মামলা কর, আমাকে জেলে ভরো, কিন্তু সত্য হল ভারতের প্রধানমন্ত্রী একজন কাপুরুষ"।
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীর সাংসদপদ বাতিলের বিরুদ্ধে দিনভর ‘সত্যাগ্রহ’ আন্দোলনে পথে নেমেছেন। যদিও দিল্লি পুলিশ তাদের রাজঘাটে বিক্ষোভের অনুমতি দেয়নি। জারি করা হয়েছে১৪৪ ধারা। তাকে উপেক্ষা করেই চলছে কংগ্রেসের বিক্ষোভ। বিক্ষোভকারীদের উদ্দেশে খড়গে বলেন, “এই সত্যাগ্রহ শুধু আজকের জন্য কিন্তু এই ধরনের সত্যাগ্রহ সারা দেশে করা হবে… রাহুল গান্ধী সাধারণ মানুষের জন্য লড়ছেন। কর্ণাটকে মানহানির মামলা করার ক্ষমতা বিজেপির ছিল না।”আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমস্ত জেলা সদরে মহাত্মা গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ করছেন কংগ্রেসের নেতাকর্মীরা।