Advertisment

Bihar political crisis: নীতীশকে নিয়ে গুঞ্জনের মাঝেই মুখ খুলল কংগ্রেস, কী জানাল?

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে শনিবার সাফ জানিয়ে দিয়েছেন, জনতা দল (ইউনাইটেড) ইণ্ডিয়া জোট ছেড়ে যাওয়ার বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress analyses poll losses in MP and Chhattisgarh state leaders come in for criticism , মধ্যপ্রদেশ- ছত্তিশগড়ে কেন হারল কংগ্রেস? রাজ্য নেতাদের যুক্তিতে তাজ্জব রাহুল-খাড়গে

রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে।

'সবাইকে একত্রিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি'। বিহারের রাজনৈতিক সংকটের মাঝেই বিরাট বার্তা কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গের।

Advertisment

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে শনিবার সাফ জানিয়ে দিয়েছেন, জনতা দল (ইউনাইটেড) ইণ্ডিয়া জোট ছেড়ে যাওয়ার বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, "সবাইকে একত্রিত করার" যথাসাধ্য চেষ্টা করছে দল।

বেঙ্গালুরুতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, "জনতা দল (ইউনাইটেড) জোট ছাড়ার বিষয়ে তার কাছে কোন তথ্য নেই"। আগের দিন, সূত্র মারফত খবরে জানা গিয়েছে প্রবীণ নেতা নীতীশ কুমার আজই বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে পারেন এবং বেশ কয়েকজন কংগ্রেস বিধায়কও তার সঙ্গে NDAতে যোগ দিতে পারেন।

খড়গে আরও বলেছেন যে তিনি নীতীশ কুমারকে একটি চিঠি লিখেছেন এবং এমনকি তাঁর সাথে কথা বলার চেষ্টা করেছেন। তিনি বলেন, "আমি জানি না নীতীশের মনে কী আছে। আগামীকাল, আমি দিল্লিতে যাব এবং সম্পূর্ণ তথ্য নেব। দেখা যাক কী হয়,"।

মল্লিলকার্জুন খড়গে আরও বলেছিলেন যে কংগ্রেস ভারত জোটে "সবাইকে একত্রিত" করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, তিনি যোগ করেছেন যে তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গেও কথা বলেছেন।

খাড়গে এ প্রসঙ্গে বলেন, "আমি তাদের (মমতা বন্দ্যোপাধ্যায় এবং সীতারাম ইয়েচুরি) বলেছি যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তবেই আমরা বিজেপির বিরুদ্ধে শক্তিশালী লড়াইয়ের পিচ তৈরি করতে পারব"।

সূত্রের খবর নীতিশ কুমার সম্ভবত আজ বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করবেন এবং রবিবার সন্ধ্যায় বা সোমবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে একটি নতুন সরকার গঠনের দাবি জানাবেন। যদিও বিজেপি জেডি(ইউ) প্রবীণ নেতার সামনে বেশ কিছু শর্ত রেখেছে বলেই সূত্রের খবর। গেরুয়া শিবির বিহারে ২ উপমুখ্যমন্ত্রী এবং বিহার বিধানসভার স্পিকারের পদ দাবি জানিয়েছে বলেই জানা গিয়েছে।

নীতীশ কুমারের সঙ্গে জেডি(ইউ) সিনিয়র নেতাদের বৈঠকও চলছে পাটনায়। বিহার বিধান পরিষদের চেয়ারম্যান দেবেশ চন্দ্র ঠাকুর এবং প্রবীণ নেতা লালন সিং বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন। একই সঙ্গে শুরু হয়েছে বিজেপি কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক।

Mallikarjun Kharge
Advertisment