Advertisment

১০ মিলিয়ন ফেক ফলোয়ার্স নরেন্দ্র মোদীর, রাহুলের ২ মিলিয়ন ফেক ফলোয়ার্স

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার্সের সংখ্যা এই মুহুর্তে ৪৩ মিলিয়ন। যার ১০ মিলিয়নই ফেক অ্যাকউন্ট। অন্যদিকে রাহুল গান্ধীর ফলোয়ার্সদের মধ্যে ২ মিলিয়নই ফেক। 

author-image
IE Bangla Web Desk
New Update
১০ মিলিয়ন ফেক ফলোয়ার্স নরেন্দ্র মোদীর, রাহুলের ২ মিলিয়ন ফেক ফলোয়ার্স

ভুল তথ্য ও ভুঁয় খবরে দাড়ি টানতে একদিনে ১ মিলিয়ান ফেক অ্যাকাইউন্ট বাতিল করল টুইটার।

ফেক অ্যাকাউন্টে কাঁচি বসালো টুইটার। ভুয়ো খবরে দাঁড়ি টানতে ইতিমধ্যে একদিনে ১ মিলিয়ান ফেক অ্যাকাউন্ট বাতিল করছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এতে কোপ পড়েছে সেলেবদের ফলোয়ারস অ্যাকাউন্টে। এই তথ্য প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে। সম্প্রতি বৃহত্তম এই সোশ্যাল সাইটের নজর এখন machine-learning toolsএর দিকে। যা সাহায্য করবে বট অ্যাকাউন্ট গুলি চিনিয়ে দিতে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজারের বেশি স্প্যাম সাইন-আপ ‌অ্যাকাউন্ট ব্লক করা হচ্ছে।

Advertisment

তবে এই পদক্ষেপে বেজায় চটে গেছেন অমিতাভ বচ্চন। কারণ এতে নাকি তাঁর ফলোয়ারস কমে গেছে। এ জন্য পোস্ট করে টুইটার বয়কট করারও হুমকি দিয়েছেন।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞের মতে ও টুইটার অডিটের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর ফলোয়ার্সদের মধ্যে প্রচুর রয়েছে ফেক প্রোফাইল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার্সের সংখ্যা এই মুহুর্তে ৪৩ মিলিয়ন। যার ১০ মিলিয়নই ফেক অ্যাকউন্ট। অন্যদিকে রাহুল গান্ধীর ফলোয়ার্সদের মধ্যে ২ মিলিয়নই ফেক।
publive-image

publive-image

publive-image

ফেক ফলোয়ার রয়েছে বিরাট কোহলিরও। তাঁর ৫০ শতাংশই ফলোয়ারই ভুয়োর তালিকায়। টুইটার কোপ বসালে একে একে সব সেলেবদের কমতে থাকবে ফলোয়ারস সংখ্যা। তথ্য অনুযায়ী, দীপিকা পাড়ুকোনের ২৭ শতাংশ, অনুষ্কার শর্মার ৭১ শতাংশ ফলোয়াররা ফেক।

fake news twitter
Advertisment