Advertisment

বাংলায় গ্রেফতার দুই বিজেপি সাংসদ, ছাড়া পেলেন একটু পরেই, তোলপাড় রাজ্য

বাংলায় দুই বিজেপি সাংসদকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হল।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp, বিজেপি

রাজ্য বিজেপির সদর দফতর। ছবি: শশী ঘোষ।

নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিক্ষোভে উত্তাল বাংলা। এমন প্রেক্ষাপটে গ্রেফতার হলেন দুই বিজেপি সাংসদ। মালদার ইংরেজবাজারের কাছে গ্রেফতার হলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। মালদার হরিশ্চন্দ্রপুর যাওয়ার পথে তাঁদের গ্রেফতার করে ইংরেজবাজার থানায় নিয়ে যাওয়া হয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। যদিও গ্রেফতারের কিছুক্ষণ পরই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Advertisment

আরও পড়ুন: বৈশাখীর ইস্তফা ‘গৃহীত’, আহত শোভন

এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ‘‘এলাকায় প্রচুর জাতীয় সম্পত্তি নষ্ট করা হয়েছে (পড়ুন, সম্প্রতি সিএএ বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন হয়েছে। একাধিক জায়গায় রেলের সম্পত্তির ক্ষতি হয়েছে বলে অভিযোগ )। হরিশ্চন্দ্রপুর, ভালুকায় রেলের সম্পত্তি নষ্ট করা হয়েছে। যেখানে সম্পত্তি নষ্ট হয়েছে, সেখানে রাজ্য নেতৃত্বের নির্দেশে পরিদর্শনে যাওয়ার কথা ছিল। আমি ও নিশীথ প্রামাণিক হরিশ্চন্দ্রপুর যাচ্ছিলাম। যাওয়ার পথেই ৩২০ মোড়ে আমাদের আটকে দেয় পুলিশ। গ্রেফতার করে ইংরেজবাজার থানায় নিয়ে যাওয়া হয় আমাদের। পরে ছেড়ে দেওয়া হয়’’। খগেন মুর্মুর দাবি, ‘‘আজ ওই এলাকায় যাব বলে মঙ্গলবার পুলিশি নিরাপত্তা চেয়েছিলাম। কিন্তু সেই নিরাপত্তা দেওয়া হয়নি’’। বিজেপি সাংসদ বলেন, ‘‘আমরা কোনও মিছিল করিনি। শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। তাও আটকে দেওয়া হল। যখন আটকে দেওয়া হল, তখন আমাদের কর্মীরা স্লোগান দেন’’।

আরও পড়ুন: ‘আধার-ভোটার কার্ড নহি চলেগা! বিজেপি কা মাদুলি চলেগা?’, শাহকে প্রশ্ন মমতার

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন চলছে। অনেক এলাকাতেই রেলকে টার্গেট করেছেন বিক্ষোভকারীরা। বাংলার বিভিন্ন স্টেশনে ভাঙচুর করা হয়েছে। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। ‘বাংলায় নৈরাজ্য চলছে’, এই অভিযোগকে সামনে রেখে আসরে নেমেছে বিজেপি। অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির সমর্থনে কলকাতা ও বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিজেপি। যে মিছিল ঘিরে উত্তেজনাও ছড়িয়েছিল। সেই প্রেক্ষিতে দুই বিজেপি সাংসদের গ্রেফতারি নয়া মাত্রা এনে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

bjp
Advertisment