Advertisment

কুর্সির দাবিদার! বেঙ্গালুরু থেকে ঘনঘন দিল্লি দৌড়চ্ছেন শিবকুমার-সিদ্দারা

শিবকুমারের ভাই পর্যন্ত দেখা করেছেন খাড়গের সঙ্গে। সময় এগোতেই বাড়ছে জল্পনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Karnatak and Delhi

দিল্লিতে এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছেন ডিকে শিবকুমার ও সিদ্দারামাইয়া। (ছবি সৌজন্য: এএনআই)

কুর্সি কার? কর্ণাটকের এই প্রশ্নটা যখন বেশি করে উঠতে শুরু করেছে, সেই সময় দিল্লিতে ভিড় বাড়ছে কর্ণাটকের সেনাপতিদের। এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেছেন অন্যতম সম্ভাব্য মুখ্যমন্ত্রী তথা কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। আর, তার পরপরই খাড়গের বাসভবনে পৌঁছন অন্যতম সম্ভাব্য মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তার আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে প্রায় দেড়ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন খাড়গে।

Advertisment

বৈঠকে ছিলেন কর্ণাটকের দায়িত্বপ্রাপ্ত তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা, এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপালও। সূত্রের খবর, শিবকুমার এবং সিদ্দারামাইয়া- দু'জনের সঙ্গেই খাড়গের কর্ণাটকের বর্তমান পরিস্থিতি ইস্যুতে কথা হয়েছে। দুই নেতাই কথার মাধ্যমে হাইকমান্ডের মনোভাব বোঝার চেষ্টা করেছেন।

তবে, কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়লাভের তিন দিন পরও কংগ্রেস হাইকমান্ড পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। আর, এই কারণেই সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময়, শিবকুমার বলেছেন, দলের শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে যে সিদ্ধান্তই নিয়ে থাকুক না-কেন, তিনি 'পিঠে ছুরিকাঘাত' বা 'ব্ল্যাকমেইল' করবেন না।

শিবকুমার যখন এভাবে আনুগত্য প্রদর্শন করে দলের নেতাদের আস্থাভাজন হওয়ার চেষ্টা চালাচ্ছেন, তখন কিন্তু, তাঁর প্রতিদ্বন্দ্বী সিদ্দরামাইয়া একধাপ এগিয়ে গিয়েছে। তাঁর নাম বারবার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে। নবনির্বাচিত বিধায়কদের অনেকেই সিদ্দারামাইয়ার নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ বলে জানিয়েছেন।

আরও পড়ুন- সিদ্দারামাইয়া বনাম শিবকুমার- কর্ণাটকের কুর্সি দখলে কার শক্তি কতটা? দেখুন তুলনা

তাতেও অবশ্য হাল ছাড়তে নারাজ শিবকুমার। তিনি নিজে যেমন কংগ্রেস সভাপতি খাড়গের সঙ্গে মঙ্গলবার দিল্লির বাড়িতে দেখা করলেন। শিবকুমারের ভাই ডিকে সুরেশ আবার সোমবার রাজধানী দিল্লিতে গিয়ে কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করেছেন। তাঁর মন বোঝার চেষ্টা চালিয়েছেন। এই পরিস্থিতি দেখে প্রতিদ্বন্দ্বী শিবকুমারকে টক্কর দিয়ে একধাপ এগিয়ে থাকার চেষ্টা করছেন সিদ্দারামাইয়া। তিনি দিল্লিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপালের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

CONGRESS Siddaramaiah Mallikarjun Kharge
Advertisment