Advertisment

হুঁশিয়ারি পোস্ট উদয়নের, বিজেপি নেতা-কর্মীদের 'দেখা-শোনা'র নিদান

সোচ্চার পদ্ম বাহিনী, তবে এতে বিতর্কের কিছু পাচ্ছেন না প্রাক্তন তৃণমূল বিধায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
udayan guhas threat post to bjp leaders and workers after attack on abhishek-banerjee at tripura

উদয়নের নিশানায় বিজেপি।

ফের বিতর্কিত পোস্ট করলেন উদয়ন গুহ। বিজেপি নেতা, কর্মীদের 'দেখা-শোনা'র কথা বলেছেন তিনি। যাকে কেন্দ্র করে সরব গেরুয়া বাহিনী। সোমবার ত্রিপুরায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কনভয়ের উপর হামলা চলে। লসাঠি, রড দিয়ে আঘাত করা হয়। জায়গায় জায়গায় রাস্তা আটকানো হয়। যার বিরুদ্ধে গতকালই মুখ খোলেন অভিষেক। বিজেপি শাসিত ত্রিপুরার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপরই গেরুয়া নেতা-কর্মীদের বিরুদ্ধে পোস্ট করেছেন দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক।

Advertisment

ফেসবুকে উদয়ন গুহ লিখেছেন, 'ত্রিপুরার ঘটনার পর বিজেপি নেতা, কর্মীদের ভালো করে দেখা শোনা করতে হবে।' যাকে পদ্ম বাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী বলেছেন, 'এই পোস্টে সরাসরি বিজেপি নেতা, কর্মীদের হুমকি দিয়েছেন উদন গুহ। দিনহাটা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তিনি। দিনহাটাজুড়ে তাঁর নেতৃত্বেই সন্ত্রাস চলছে। এই পোস্ট তাতেই উস্কানি। সাইবার আইনে ওঁর বিরুদ্ধে পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।'

publive-image
উদয়ন গুহর ফেসবুক পোস্ট

এউ পোস্টে অবশ্য বিতর্কের কিছু দেখছেন না খোদ তৃণমূল নেতা উদয়ন গুহ। তাঁর কথায়, 'যাঁদের মনে পাপ আছে তাঁরা বাংলায় লেখা এই পোস্টে বিতর্ক খুঁজে পাবেন। একে অন্যায়ের কী আছে? পাপ থাকলেই সে ভয় পায়।'

এই প্রথম নয়, সোশাল মিডিয়ায় উদয়নের পোস্ট ঘিরে আগেও বিতর্ক হয়েছে। রাজ্যপালকে উদ্দেশ্য করে বাঙা হাতের ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে উল্লেখ ছিল, 'যতদিন না হাতের দাগ মেলাচ্ছে ততদিন জগদীপবাবুকে দিনহাটায় আসতে হবে বিজেপি কর্মীদের স্বান্তনা দেওয়ার জন্য।'

উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী হিংসার রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের ওই রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় নাম রয়েছে রাজ্যের শাসকদলের একাধিক নেতা ও মন্ত্রীর। যার মধ্যে উল্লেখযোগ্য শাসক দলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Udayan Guha bjp tmc
Advertisment