scorecardresearch

কংগ্রেস-এনসিপির সঙ্গে জোট ভাঙছে না, এখনও আশাবাদী উদ্ধবের শিবসেনা

এনসিপিএর বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

Sharad Pawar
অজিত ও শরদ পাওয়ার

আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) জোটের শরিকরা যৌথভাবে লড়াই করবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ এনসিপি প্রধান তথা জোটের আহ্বায়ক শরদ পাওয়ার। তার কয়েকদিন পরে, মহারাষ্ট্র কংগ্রেস জানিয়েছে যে তারা সমমনস্ক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। এবার মুখ খুলল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনাও। তারা বলেছে যে, সেনা নিশ্চিত। আসন্ন লোকসভা নির্বাচনে এমভিএ ঐক্যবদ্ধভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে।

রবিবার শরদ পাওয়ার বলেছিলেন যে যেহেতু এমভিএর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনও হয়নি, তাই বলা কঠিন যে তিনটি দলই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একত্রে প্রতিদ্বন্দ্বিতা করবে কি না। পরে অবশ্য তিনি স্পষ্ট করে জানান যে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের প্রধান নানা পাটোলে বুধবার এক টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘যদি মহাবিকাশ আঘাড়ি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থায় না-থাকে, তাহলে আমাদের পরিকল্পনা তৈরি।’ এই ব্যাপারে যোগাযোগ করা হলে, মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অতুল লন্ডে জানিয়েছেন, কংগ্রেস আশা করছে যে এমভিএ ঐক্যবদ্ধ থাকবে।

আর, ২০২৪ সালের নির্বাচনে একসঙ্গে লড়াই করবে। এই পরিস্থিতিতে কংগ্রেসকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত থাকতে হবে। লন্ডে বলেন, ‘আমাদের প্রদেশ কংগ্রেস প্রধান স্পষ্ট করেছেন যে আমরা এমভিএ হিসেবেই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। তবে যদি এমনটা না-হয়, তবে আমরা পরিকল্পনা নিয়ে চলব। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত সমমনা দলগুলোকে একত্রিত করব।’

আরও পড়ুন- ছায়াহীন দিবসের সাক্ষী বেঙ্গালুরু, কী এটা, কীভাবেই বা ঘটে?

শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরের মুখপাত্র সঞ্জয় রাউত বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, তাঁরা আলাদা কোনও পরিকল্পনা করছেন না। কারণ, তাঁরা নিশ্চিত যে এমভিএ ভেঙে যাবে না। এই প্রসঙ্গে রাউত বলেন, ‘এনসিপি প্রধান যাই বলুন না-কেন, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আসলে তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন যে তাঁকে ভুল বোঝানো হয়েছিল। সুতরাং, এমভিএতে কোনও ফাটল বা বিভাজনের প্রশ্নই নেই।’

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Uddhav sena firm on mva contesting loksabha polls together