Advertisment

সাভারকরের ব্যাপারে রাহুলের নিন্দা সইতে নারাজ উদ্ধব, থাকছেন না কংগ্রেসের সভাতেও

দেশের স্বাধীনতায় আরএসএসের কোনও ভূমিকাই ছিল না। বিজেপি এখনও সাভারকরকে ভারতরত্ন দেয়নি। তাই সাভারকরের ব্যাপারে কথা বলার অধিকার বিজেপির নেই, অভিযোগ উদ্ধব ঠাকরের।

author-image
IE Bangla Web Desk
New Update
Uddhav Thackeray AND RAHUL GANDHI

দ্বন্দ্বে ভুগছে শিবসেনার উদ্ধব গোষ্ঠী? ছেলে আদিত্য যখন 'ভারত জোড়' যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে হাঁটছেন, সেই সময় রাহুল গান্ধীর বিরুদ্ধে সুর চড়ালেন খোদ উদ্ধব ঠাকরে। তা-ও সাভারকরের প্রসঙ্গে। যে সাভারকরকে নিয়ে বরাবরই উচ্ছ্বসিত বিজেপি ও তার পরামর্শদাতা সংস্থা আরএসএস। এই দ্বন্দের সূত্রপাত হয়েছে রাহুলের পদযাত্রা নিয়েই।

Advertisment

'ভারত জোড়' যাত্রার সময় রাহুল গান্ধী হিন্দুত্ববাদী চিন্তাবিদ দামোদর বিনায়ক সাভারকরের কঠোর সমালোচনা করেছিলেন। তারই পালটা মুখ খুলেছেন উদ্ধব। আর, তাতেই উদ্ধব জানিয়েছেন, সাভারকরকে সম্মান করেন। আর, সাভারকর প্রসঙ্গে কংগ্রেস নেতার মন্তব্যকেও তিনি সমর্থন করেন না।

একইসঙ্গে অবশ্য উদ্ধব জানিয়েছেন, তিনি রাহুল গান্ধীর পদযাত্রাকেও সমর্থন করেন। আর সেটা দেশের স্বার্থেই করেন। কিন্তু, তিনি নিজে সেই পদযাত্রায় অংশগ্রহণ করবেন না-বলেই উদ্ধব জানিয়েছেন। একইসঙ্গে পদযাত্রার অংশ হিসেবে শেগাঁও সমাবেশে যোগ দেবেন না-বলেও জানিয়েছেন উদ্ধব। এই শেগাঁও সমাবেশে কংগ্রেস উদ্ধব ঠাকরের পাশাপাশি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারকেও আমন্ত্রণ জানিয়েছে।

সাভারকর ইস্যুতে কংগ্রেসের চেয়ে ভিন্ন গলায় সুর চড়ালেও বিজেপি এবং আরএসএসের সঙ্গেও দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছেন উদ্ধব। তিনি বলেছেন, 'দেশের স্বাধীনতায় আরএসএসের কোনও ভূমিকা নেই।' একইসঙ্গে বিজেপির সঙ্গে দূরত্ব রাখতে চেয়ে উদ্ধবের প্রশ্ন, 'বিজেপি তো দেশের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে অনেক কথা বলে। বর্তমানে কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে। তারপরও সাভারকরকে এখনও কেন ভারতরত্ন সম্মান দেওয়া হল না?'

আরও পড়ুন- শ্রদ্ধা হত্যায় আফতাবের নারকো চায় পুলিশ, এটা কেমন পরীক্ষা? কেন চাইছেন তদন্তকারীরা?

তবে, বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে সুর চড়ালেও সাভারকরের ব্যাপারে কোনওরকম কটূ কথা শুনতে নারাজ উদ্ধব। সেকথা বুঝিয়ে মারাঠি অস্মিতায় বিশ্বাস এই শিবসেনা নেতা বলেছেন, 'রাহুল গান্ধী বীর সাভারকর সম্পর্কে যা বলেছেন তার সাথে আমরা একমত নই। আমরা সাভারকরকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। কিন্তু, স্বাধীনতা সংগ্রামী এবং সাভারকার নিয়ে আমাদের প্রশ্ন করার আগে, আপনারা (বিজেপি) প্রথমে আমাদের বলুন স্বাধীনতা যুদ্ধে আরএসএসের ভূমিকা এবং অবদান কী ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা সেখানে ছিলাম না, কিন্তু আরএসএস ছিল। স্বাধীনতা যুদ্ধে ওই সংগঠনের কোনও ভূমিকাই ছিল না।'

সাভারকর ইস্যুতে বিজেপিকেও একহাত নিয়ে উদ্ধব বলেন, 'সাভারকরকে নিয়ে বিজেপির কথা বলার কোনও অধিকারই নেই। আমি মনে করিয়ে দিই যে বিজেপি জম্মু ও কাশ্মীরে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছিল। আপনারা যখন সাভারকরকে নিয়ে এত কথা বলেন, তখন প্রধানমন্ত্রী তাঁকে ভারতরত্ন দিতে পারতেন। কিন্তু, আপনারা এখনও সাভারকরকে ভারতরত্ন দেননি।'

Read full story in English

rahul gandhi Uddhav Thackeray Veer Savarkar
Advertisment