Advertisment

ব্য়ক্তিগত আক্রমণ করে বিজেপি নিচু ও বিকৃত রাজনীতি করছে: উদ্ধব

‘‘ওদের মতো, আমি কখনও ব্য়ক্তিগত আক্রমণ করিনি। যেভাবে ওরা আমায় ব্য়ক্তিগত আক্রমণ করছে, তা কখনও করি না’’

author-image
IE Bangla Web Desk
New Update
uddhav thackeray, উদ্ধব ঠাকরে

উদ্ধব ঠাকরে

বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। যেভাবে পরিবারের সদস্য়দের নিয়ে নিশানা করছে বিজেপি এবং দলের (শিবসেনা) বিধায়কদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে, তাতে নিম্নমানের রাজনীতি করছে বলে তোপ দেগেছেন উদ্ধব।

Advertisment

দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে উদ্ধব ঠাকরে বলেছেন, ‘‘ওদের মতো, আমি কখনও ব্য়ক্তিগত আক্রমণ করিনি। যেভাবে ওরা আমায় ব্য়ক্তিগত আক্রমণ করছে, তা কখনও করি না। যখন আমরা ওদের সঙ্গে ছিলাম, আমরা তখন ভাল ছিলাম...আজ যেভাবে ওরা আমার পরিবারকে আক্রমণ করছে, তা আদতে নিম্নরুচির রাজনীতি’’।

আরও পড়ুন: ফের তাঁকে ‘বেআইনিভাবে’ আটক করা হয়েছে, অভিযোগ মুফতির

উল্লেখ্য়, এনডিএ-র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে কংগ্রেস-এনসিপি-র হাত ধরে মহারাষ্ট্রের মসনদে বসেছেন উদ্ধব ঠাকরে। এনডিএ ত্য়াগের পর থেকেই শিবসেনা বনাম বিজেপি বাগযুদ্ধ অব্য়াহত। একাধিক ইস্য়ুতে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় দু’পক্ষকেই। কয়েক মাস আগে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ু পরবর্তী ঘটনায় বিজেপি বনাম শিবসেনা লড়াই ঘিরে সরগরম হতে দেখা গিয়েছে। এরপর সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতারি ইস্য়ুতে নতুন করে উত্তপ্ত হয়েছিল দু’দলের রাজনৈতিক লড়াই।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp
Advertisment