জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নিগ্রহের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা বলেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার তুলনা টানলেন শিবসেনা প্রধান। যা ঘিরে জোর চর্চা জাতীয় রাজনীতিতে।
ঠিক কী বলেছেন উদ্ধব ঠাকরে?
এ প্রসঙ্গে শিবসেনা প্রধান বলেন, ‘‘রবিবার রাতে জেএনইউ-তে পড়ুয়াদের উপর হামলার ঘটনা আমাকে ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার কথা মনে করাচ্ছে। মহারাষ্ট্রে জেএনইউ-এর মতো ঘটনা ঘটতে দেব না...দেশে এখন পড়ুয়ারা নিরাপদ নন’’। জেএনইউ-তে মুখোশধারী হামলাকারীদের ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন উদ্ধব। এ প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হামলাকারীদের পরিচয় প্রকাশ করা হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে শিবসেনা প্রধান বলেন, ‘‘যাঁরা নিগৃহীত হয়েছেন, তাঁদের সুবিচার দেওয়াটাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। জেএনইউ-তে যা ঘটেছে, তাতে আমি ব্যথিত’’।
আরও পড়ুন: রাহুল-প্রিয়াঙ্কাই দায়ী দিল্লিতে সিএএ বিরোধী অশান্তির জন্য: শাহ
উল্লেখ্য, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবার সন্ধেয় হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। রবিবার মাঝরাত থেকেই মুম্বইয়ে গেট অফ ইন্ডিয়ার সামনে প্রতিবাদে শামিল হয়েছেন বহু মানুষ। রবিবার রাতের অন্ধকারে জেএনইউ-তে ভয়ঙ্কর হামলায় জখম হয়েছেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ একাধিক ছাত্রছাত্রী, দু’জন শিক্ষক এবং দু’জন সুরক্ষা কর্মী। আহতদের সকলকেই দিল্লির এইমস এবং সফদরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার পিছনে এবিভিপি জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দিল্লি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Read the full story in English