লোকসভা ভোটের সময় যত এগোচ্ছে, ততই নতুন করে প্রাণ পাচ্ছে রাম মন্দির ইস্যু। গত কয়েকদিন ধরেই মাঝেমধ্যেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ইস্যু ঘোরাফেরা করেছে নানা জনের মুখে। এবার সেই রাম মন্দির নিয়েই সরব হলেন বিজেপির একসময়ের সঙ্গী শিব সেনা। নির্বাচনকে পাখির চোখ করেই অযোধ্যা পাড়ি দিচ্ছেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। মঙ্গলবার মুম্বই পুরসভায় একথাই জানিয়েছেন উদ্ধব। তিনি বলেছেন যে, রাম মন্দির তৈরির যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, তা তারা ভুলে গিয়েছে। তাই পদ্মবাহিনীকে সেকথা মনে করাতেই তিনি অযোধ্যা যাচ্ছেন।
তবে ভোটের মুখে কেন রাম মন্দির প্রসঙ্গ তুললেন তিনি সে ব্যাপারেও সোজসাপটা মন্তব্য করেছেন উদ্ধব। তাঁর সাফ জবাব, ‘‘অনেকেই প্রশ্ন তুলছেন যে কেন ভোটের মুখে আমরা রাম মন্দির নিয়ে কথা বলছি। কেন বলব না? আমি এই ইস্যুতে সরব হয়েছি নির্বাচনের জন্যই। বিজেপিকে তার প্রতিশ্রুতির বিষয়টি মনে করানোর জন্যই অযোধ্যা যাচ্ছি।’’
আরও পড়ুন, শবরীমালা মন্দির পুরোপুরি দখল করতে চাইছে বিজেপি: পিনারাই বিজয়ন
চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ অযোধ্যা যাওয়ার কথা উদ্ধব ঠাকরের। আগামী পাঁচ মাসের মধ্যে বিজেপি সরকারকে রাম মন্দির গড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শিব সেনা প্রধান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘কেন আপনারা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন? সাড়ে চার বছর হয়ে গেল। যদি আগামী পাঁচ মাসের মধ্যে রাম মন্দির গড়তে না পারেন, তবে মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে মানুষকে বোকা বানানো বন্ধ করুন।’’ এমনকি তিনি এদিন স্লোগান দিয়ে বলেন, ‘‘আগে মন্দির, তারপরে সরকার।’’
এদিকে, ঠাকরের অযোধ্যা যাওয়া নিয়ে সুর চড়িয়েছে অন্য বিরোধী দলগুলি। নির্বাচনের সামনে এটা শিব সেনার ‘স্টান্ট’ বলে কটাক্ষ করেছে তারা। এ প্রসঙ্গে মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি অশোক চভন বলেন যে, উদ্ধব ঠাকরের অযোধ্যা সফর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
Read the full story in English