‘‘চৌকিদার চোর হলে, সরকার ছাড়ছে না কেন শিবসেনা?’’

‘‘যদি চৌকিদার চোর হয়, তবে কেন অবিলম্বে সরকার ছাড়ছে না শিবসেনা? আসলে শিবসেনা ক্ষমতা ছাড়তে চায় না। ওদের তেমন হিম্মত নেই।’’

‘‘যদি চৌকিদার চোর হয়, তবে কেন অবিলম্বে সরকার ছাড়ছে না শিবসেনা? আসলে শিবসেনা ক্ষমতা ছাড়তে চায় না। ওদের তেমন হিম্মত নেই।’’

author-image
IE Bangla Web Desk
New Update
uddhav thackeray, উদ্ধব ঠাকরে

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

মোদীর ‘চোর’ অপবাদ নিয়ে এবার আসরে নামল আরএসএস। এনডিএ-র অন্যতম হেভিওয়েট শরিক শিবসেনাকে এ নিয়ে কার্যত তুলোধনা করল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। ‘‘চৌকিদার যদি চোরই হয়, তাহলে কেন সরকারের হাত ছাড়ছে না শিবসেনা?’’, উদ্ধব ঠাকরেদের দিকে এ প্রশ্নই তাক করেছে আরএসএসের মারাঠা দৈনিক ‘তরুণ ভারত’। রাফাল ইস্যুতে কয়েকদিন আগেই মোদীকে ‘চৌকিদার চোর হ্যায়’ বলে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। কিছুদিন পর রাহুলের সুরেই সুর মিলিয়ে মোদীকে নিশানা করে একই কথা বলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সে নিয়েই এবার সেনাকে বিঁধল আরএসএসের মারাঠা দৈনিক।

Advertisment

ওই মারাঠা দৈনিকে সেনাকে নিশানা করে বলা হয়েছে, ‘‘যদি চৌকিদার চোর হয়, তবে কেন অবিলম্বে সরকার ছাড়ছে না শিবসেনা? আসলে শিবসেনা ক্ষমতা ছাড়তে চায় না। ওদের তেমন হিম্মত নেই।’’ ওই দৈনিকে আরও বলা হয়েছে, বালাসাহেব ঠাকরের আমলে শিবসেনার সঙ্গে এখনকার শিবসেনার আকাশ-পাতাল ফারাক রয়েছে। ‘চৌকিদার চোর হ্যায়’ প্রসঙ্গে উদ্ধবকে কার্যত কটাক্ষের সুরে ওই দৈনিকে লেখা হয়েছে, একথা বলে আসলে নিজেকে ও দলের মন্ত্রীদেরই চোর বলছেন ঠাকরে।

আরও পড়ুন, জোট সম্ভাবনা উড়িয়ে শিবসেনার মুখে শোনা গেল ‘চৌকিদার চোর হ্যায়’

উল্লেখ্য, মহারাষ্ট্রে বিজেপির সঙ্গ না ছাড়লেও গেরুয়াবাহিনীর বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়ে আসছেন ঠাকরেরা। বিভিন্ন ইস্যুতে মোদীকে টার্গেট করছেন উদ্ধবরা। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ইস্যুতে মোদিকে কটাক্ষ করে ‘কুম্ভকর্ণের’ সঙ্গে তুলনা টেনেছিলেন শিবসেনা প্রধান। বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেও এখনও মহারাষ্ট্রে জোট সরকার থেকে পিছু হঠেননি শিবসৈনিকরা।

Advertisment

এদিকে, রাম মন্দির নির্মাণ নিয়ে শিবসেনার তৎপরতা নিয়েও সরব হয়েছে ওই মারাঠা দৈনিক। এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘‘২০১৯ সালের নির্বাচনে শিবসেনা আসলে ভয় পাচ্ছে, তাই এসব করছে...আসলে জোটে ছোটভাই(বিজেপি) এখন বড়ভাই হয়ে গিয়েছে, এটা মানতে পারছে না সেনা।’’

PM Narendra Modi shiv sena RSS