Uddhav Thackrey: কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের গ্রেফতারি বিতর্কের মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফের তোপ দাগলেন এক বিজেপি নেতা। রত্নাগিরি জেলায় দলের জনআশীর্বাদ যাত্রায় বিজেপি আশিস সেলার বলেন,’মহারাষ্ট্রে অসহিষ্ণুতার জনক উদ্ধব ঠাকরে। লোকমান্য তিলক যেমন অশান্ত ভারতের জনক ছিলেন। তাঁর সেই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি এই কথা বলছি।‘
তাঁর অভিযোগ, ‘কঙ্গনা রানাউত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলায় তাঁর বাড়ি ভাঙচুর হয়েছে। সরকার-বিরোধী খবর করায় এক সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। সরকারের সমালোচনা করায় একজনের মাথা মুড়িয়ে দেওয়া হয়েছিল। এক অবসরপ্রাপ্ত নৌ আধিকারিক মুখ্যমন্ত্রীর বিরোধী এক ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় তাঁর চোখ গেলে দেওয়া হয়েছিল।‘এদিকে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জের। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে মহারাষ্ট্রের তিন জায়গায় এফআইআর দায়ের। সেই এফআইআরের জেরে গ্রেফতার করা হয়েছিল এই কেন্দ্রীয় মন্ত্রীকে। যদিও বুধবার জামিনে ছাড়া পান তিনি। সোমবারই রায়গড়ে উদ্ধবের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন রানে। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে রায়গড়, পুণে এবং নাসিকে মামলা রুজু হয়েছে।
পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, রানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। একটি তদন্তকারী দল পুণেতে তদন্ত শুরু করেছে। সোমবার নিজের বক্তব্যে রানে বলেন, “এটা অত্যন্ত লজ্জাজনক যে মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা কোন বছরে তা জানেন না। তিনি নিজের বক্তব্যের সময় গুনে গুনে বলতে পারলেন স্বাধীনতার কত বছর হল। আমি যদি ওখানে থাকতাম তাহলে সপাটে একটা চড় মারতাম।”
রানের এমন মন্তব্যের পর মহারাষ্ট্রে সমালোচনার ঝড় ওঠে। শিবসেনার যুব সংগঠনের কর্মীরা থানায় গিয়ে এফআইআর দায়ের করেন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে উস্কানিমূলক মন্তব্য করছেন বলে রানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যুবাসেনা। দলের নেতা-কর্মীরা মুম্বই-সহ একাধিক জায়গায় রানের নামে পোস্টার লাগায়, তাতে লেখা, ‘কোম্বডি চোর’ (মুরগি চোর)। কারণ চেম্বুরে পাঁচ দশক আগে শিবসেনা প্রমুখ বাল ঠাকরের দলে কর্মী থাকাকালীন পোলট্রির দোকান চালাতেন রানে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন