Udhayanidhi Stalin deputy CM: যুবকল্যাণ ও ক্রীড়া উন্নয়নমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিন, ২২ আগস্টের আগেই তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। ডিএমকে সরকারের শীর্ষ সূত্রে এমনটাই জানা গিয়েছে। এটা যেন ইতিহাস অনুসরণ। উদয়নিধির পিতা এম কে স্ট্যালিন, ২০০৯ সালের লোকসভা ভোটের পরে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন।
Advertisment
ডিএমকের প্রবীণ নেতাদের সূত্রে খবর, উদয়নিধিই নাকি সরকারের মধ্যে 'বৃহত্তর গ্রহণযোগ্যতা' পেতে এবং তাঁর বাবার ওপর বোঝা হালকা করতে পদোন্নতির জন্য চাপ দিচ্ছিলেন। ২২ আগস্ট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের মার্কিন যুক্তরাষ্ট্রে সফর নির্ধারিত রয়েছে। তার আগেই উদয়নিধির পদোন্নতি ঘটবে বলে অনুমান ডিএমকে নেতাদের।
স্ট্যালিনের অনুগামী যা জানিয়েছেন
স্ট্যালিনের অতি অনুগামী বলে পরিচিত এক প্রবীণ মন্ত্রী বলেছেন, উদয়নিধির প্রাথমিক উদ্দেশ্যই হল মুখ্যমন্ত্রীকে ভারমুক্ত করা। তামিলনাড়ুর মসৃণ শাসনের পথ সুগম করা। তিনি বলেন, 'এই পদক্ষেপ যেমন উদয়নিধিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায়তা করবে। তেমনই ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতির পথও সুগম করবে।'
ইতিমধ্যে সমালোচকদের একাংশ বলা শুরু করেছেন, উদয়নিধির ওপর জোর করে এই দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু, সেই দাবি উড়িয়ে দিয়েছেন ডিএমকের এক প্রবীণ মন্ত্রী। তিনি জানিয়েছেন, উদয়নিধির ওপর মোটেও জোর করে এই দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়নি। তিনি নিজেই দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। ওই প্রবীণ মন্ত্রী বলেছেন, যদি 'উদয়নিধি নিজে না চাইতেন, তবে তিনি মোটেও বড় পদ দাবি করতেন না। তিনি কমবয়সি। পাশাপাশি, সেলিব্রিটি স্ট্যাটাস আছে। সেই কারণে নানা গুজব তৈরি হয়েছে।' ওই মন্ত্রী জানান, উপমুখ্যমন্ত্রী হওয়ায় উদয়নিধি ২০২৬ সালের নির্বাচনী প্রচারে আরও বড় ভূমিকা পালন করতে সক্ষম হবেন।
ডিএমকে সূত্রে জানা গিয়েছে, অতি শীঘ্রই মন্ত্রিসভায় রদবদল হবে। কে কেমন কাজ করেছেন, তার বিচারে বিভিন্ন মন্ত্রীর দায়িত্ব বাড়বে অথবা কমবে। তখনই উদয়নিধিকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও তামিলনাড়ু সরকারে উদয়নিধির পদন্নোতি নিয়ে রটনা তৈরি হয়েছিল। সেই সময় বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। আর, ব্যাপারটিকে বিরোধীদের রটনা বলে তিনি পালটা অভিযোগ এনেছিলেন।