আর এই গোপাল কোন্ডাকে নিয়েই আপত্তি উমা ভারতীর। দু'টি আত্মহত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত কোন্ডা। ২০১২ সালে এমডিএলআর এয়ারলাইসেন্সর বিমান সেবিকা আত্মহত্যার ঘটনায় নাম জড়ায় তাঁর। সুইসাইড নোটে ওই বিমান সেবিকা লিখে যান, তাকে হেনস্থা করেছেন গোপাল কোন্ডা। বিচার না মেলায় এর এক'বছর পরে আত্মহত্যা করেন মৃত বিমান সেবিকার মা। এই দুই মৃত্যুর ঘটনার সঙ্গে অভিযুক্ত নির্দল বিধায়ক।
উমা ভারতী এদিন ট্যুইটে লেখেন, 'নির্বাচনের জয় গোপাল কোন্ডাকে পাপস্খালন করতে পারবে না। ভোটে জয়ের পিছনে অনেক কারণ থাকে। সরকার গঠনের খেলায় বিজেপি যেন তাদের নীতি থেকে সরে না যায়। বিজেপির সঙ্গে হাত যারা ধরবেন তাদেরও স্বচ্ছ হতে হবে।' তবে, হরিয়ানায় বিজেপি সরকার গড়বে বলেই আশাবাদী উমা ভারতী।
6. गोपाल कांडा बेक़सूर है या अपराधी, यह तो क़ानून साक्ष्यों के आधार पर तय करेगा, किंतु उसका चुनाव जीतना उसे अपराधों से बरी नहीं करता। चुनाव जीतने के बहुत सारे फैक्टर होते हैं।
সরকার গড়ার খেলা বুঝতে বৃহস্পতিবারই, চাটার্ড বিমানে রঞ্জিত চৌতালা ও গোপাল কোন্ড পৌঁছে গিয়েছেন দিল্লিতে। বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর গতকালই গোপাল কোন্ডা বলেন, ‘সহ নির্দল বিধায়করাই গেরুয়া শিবিরকে নিঃশর্ত সমর্থন করবে।’ ক্ষমতা দখলের বাস্তবতা, নাকি উমার পরামর্শে স্বচ্ছতার নীতি বজায় রেখে কোন্ডার সমর্থন নাকচ করবে গেরুয়া শিবির? নজর সেদিকেই।