আজ মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে পারেন নীতিশ কুমার। বিজেপির সঙ্গে জোট গড়ছেন নীতীশ কুমার এমন জল্পনার মাঝেই সামনে এসেছে এই খবর। এবার নীতীশের এনডিএতে যোগদান জল্পনাকে আরও বাড়িয়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ইণ্ডিয়া ব্লকের বিভেদ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বিরোধী জোট ইণ্ডিয়ার বিভেদ এবং বর্তমান বিহারের রাজনৈতিক অস্থিরতার বিষয়ে কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেছেন যে "কিছু দল নিজস্ব জোটের মধ্যে ন্যায়বিচারে ব্যর্থ হয়েছে"।
অনুরাগ ঠাকুর নিউজ এজেন্সি পিটিআই-কে বলেছেন, "কিছু মানুষ আছেন যারা নিজেদের জোটের মধ্যেই ন্যায় বিচার দিতে পারেন নি। সে কারণে একের পর এক রাজ্যে জোটে যে ফাটল ধরেছে"।
চলছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কংগ্রেস সাংসদ বারেবারে বলেছেন যে কংগ্রেসের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' হল দেশজুড়ে ন্যায়বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে দলের এক বিরাট প্রচেষ্টা।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের এক গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন আসন্ন লোকসভা নির্বাচনে দল একাই রাজ্যে লড়বে। কংগ্রেসের সঙ্গে কোনরমকের জোটের সম্ভাবনাকে খারিজ করেছেন মাননীয়া।
এদিকে, নীতীশ কুমারও জোটের প্রতি ক্ষুব্ধ এবং এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে ফিরে যাওয়ার কথা ভাবছেন। বিহারের মুখ্যমন্ত্রী আরও বিশ্বাস করেন যে লোকসভা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' সম্পূর্ণ দলের সুবিধার জন্য করা হয়েছে এতে জোটের কোন ফায়দা হবে না।
কংগ্রেস পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছে। শুক্রবার, দলীয় সূত্রে জানা গিয়েছে দল বিহারের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যোগ করেছে যে নীতীশ কুমারের পক্ষে বিজেপিতে ফিরে যাওয়া সহজ হবে না।
সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এক সাক্ষাৎকারে বলেছেন যে কংগ্রেসের মধ্যে "উদ্দীপনার" অভাব রয়েছে এবং ইণ্ডিয়া ব্লকের মধ্যে বিবাদের বিষয়ে তাদের এগিয়ে আসা উচিত ছিল। তিনি আরও বলেছিলেন যে নীতীশ কুমার মেগা জোটের সঙ্গে থাকলে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন।