কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কটাক্ষে বুধবার উত্তাল হয়ে উঠল লোকসভা। বিরোধীদের কটাক্ষ করে স্মৃতি বলেছেন, বিরোধীরা 'ইন্ডিয়া' নামের যোগ্য নন। কারণ, বিরোধীরা দুর্নীতিগ্রস্ত। কংগ্রেস জমানায় শিখ দাঙ্গা হয়েছে। কাশ্মীরে পণ্ডিতদের ওপর অত্যাচার হয়েছে। ভারত ছাড়ো আন্দোলনের ৮১তম বার্ষিকী উপলক্ষে লোকসভায় ভাষণ দিতে উঠেছিলেন স্মৃতি। সেই সময় তিনি বলেন, 'আপনারা ভারত নন, কারণ ভারত দুর্নীতিগ্রস্ত নয়। ভারত মেধায় বিশ্বাস করে, রাজবংশের মধ্যে নয়। আজকের দিনে আপনাদের মতো লোকদের মনে রাখা দরকার ব্রিটিশদেরকে যা বলা হয়েছিল- ভারত ছাড়ো। দুর্নীতি ভারত ছাড়ো, রাজবংশ ভারত ছাড়ো। মেধা এখন ভারতে স্থান পায়।'
মণিপুর ইস্যুতে রাহুল গান্ধীর মন্তব্যেরও জবাব দিয়েছেন স্মৃতি। তিনি পালটা কংগ্রেসের দিকে আঙুল তুলে বলেছেন, 'কেন্দ্রীয় সরকার সর্বদাই দেশের উত্তর-পূর্ব রাজ্যের হিংসা নিয়ে বিতর্ক করতে প্রস্তুত ছিল। কিন্তু, বিরোধীরাই পালিয়ে গিয়েছিল। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বারবার বলেছেন যে সরকার মণিপুর ইস্যুতে বিতর্ক করতে প্রস্তুত। বিরোধীরাই পালিয়ে গিয়েছিল, আমরা পালাইনি।'
স্মৃতি ইরানির বক্তব্যের আগে বলতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপিকে তীব্র আক্রমণ করেন। রাহুল বলেন, 'ক্ষমতাসীন বিজেপি মণিপুর থেকে নুহ পর্যন্ত গোটা দেশকে আগুনে পুড়িয়ে দিয়েছে। বিজেপির রাজনীতি মণিপুরে ভারতকে হত্যা করেছে। বিজেপি দেশবিরোধী।' লোকসভায় রাহুল গান্ধীর বক্তৃতার নিন্দা করে ইরানি বলেন, 'সংসদে এই প্রথমবার কেউ ভারতের হত্যার কথা বলেছেন। আর, কংগ্রেস সাংসদরা সেসব শুনেও হাততালি দিয়েছেন। পুরো দেশ দেখেছে যে কংগ্রেস নেতারা হাততালি দিচ্ছেন, ডেস্কে তালি দিচ্ছেন যখন রাহুল গান্ধী ভারতের হত্যার কথা বলেছেন।'
আরও পড়ুন- গাঞ্জু হত্যা তদন্ত ফের চালু, কীভাবে পণ্ডিতদের ওপর অত্যাচার হয়েছে কাশ্মীরে?
ইরানি পালটা ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা এবং কেন্দ্রে কংগ্রেসের শাসনকালে কাশ্মীরি পণ্ডিতদের ওপর নৃশংস অত্যাচারের কথা লোকসভাকে মনে করিয়ে দেন। তিনি বলেন, 'মণিপুর বিভক্ত নয়। কারণ, মণিপুর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই দেশে ৩৭০ ধারা পুনরায় চালু করা হবে না। যাঁরা কাশ্মীরি পণ্ডিতদেরকে রালিব গালিব চলিব বলে হুমকি দেয়, তাঁদের রেহাই দেওয়া হবে না।' কংগ্রেসকে আক্রমণ করার জন্য জরুরি অবস্থার ভয়াবহতা বর্ণনা করে ইরানি অভিযোগ করেন যে কংগ্রেস জমানা রক্তে রঞ্জিত ইতিহাস।