কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং শনিবার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে সংসদে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে তার মন্তব্যের জন্য কটাক্ষ করেছেন এবং বলেছেন, 'তিনি মহম্মদ আলী জিন্নাহর আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছেন'।
গিরিরাজ সিং বলেন, "জিন্নার চেতনা ওয়াইসির মধ্যে অনুপ্রবেশ করেছে, তিনি অপরাধীদের মধ্যেও হিন্দু-মুসলিম কোণ খুঁজে বের করার চেষ্টা করছেন,"। কেন্দ্রীয় মন্ত্রী নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বিরোধীদের "রাজনীতি করার" অভিযোগ করে বলেছেন, সন্ত্রাসবাদীদের কোন পরিচয় হয় না। তাদের আদর্শ, জাত এবং ধর্মের নিরিখে বিবেচনা করা উচিৎ নয়'।
গিরিরাজ সিং বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অধীনে তাদের ধর্মীয় অনুষঙ্গ বিবেচনা না করেই সন্ত্রাসীদেরকে শুধুমাত্র সন্ত্রাসবাদী হিসাবেই বিবেচনা করা হয়। বিরোধীরা প্রশ্ন তুলেছেন সংসদের নিরাপত্তা লঙ্ঘনের সঙ্গে জড়িতরা যদি মুসলমান হত তাহলে পরিস্থিতিটাই ভিন্ন হত"। তিনি যোগ করেছেন, "তারা (বিরোধীরা) হিন্দু-মুসলিম লেন্স দিয়ে সন্ত্রাসবাদী ও চরমপন্থীদের দেখে। কিন্তু অমিত সন্ত্রাসবাদ ইস্যুতে দৃঢ়তার সঙ্গে সাড়া দেন।"
জেডিইউ, এআইএমআইএম এবং কংগ্রেস এর আগে সরকারকে নিশানা করে বলেছিল, সংসদে অনুপ্রবেশকারীরা মুসলিম হলে পরিস্থিতি অন্যরকম হত।